AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভূরুঙ্গামারী থানা পুলিশের আয়োজনে একযোগে দশ ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম


ভূরুঙ্গামারী থানা পুলিশের আয়োজনে একযোগে দশ ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম

বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ স্লোগানকে সামনে রেখে সাইবার বুলিং, কিশোর গ্যাং, সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধের লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

 

কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে সোমবার (৭ আগষ্ট) একযোগে ১০ টি ইউনিয়ন পরিষদে  থানা পুলিশের  আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

 

শিলখুড়ি ইউনিয়ন পরিষদে বিট অফিসার এসআই মোঃ নওসাদ আলী এর নেতৃত্বে বিট  কার্যক্রম পরিচালিত হয় ।

 

তিনি বলেন, বিভিন্ন অপরাধ সম্পর্কে জনসাধারণকে সচেতন ,পুলিশ ক্লিয়ারেন্স আবেদন, সাধারণ অভিযোগ শুনে তৎখানিক নিষ্পত্তির ব্যবস্থা, মামলা যোগ্য অভিযোগ গুলো থানায় প্রেরণ সহ বিভিন্ন সেবা প্রদান করা হয়‌।

 

সেবা গৃহিতা আমিনুর রহমান বলেন আমার চাকরির সুবাদে পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন ছিল আমার এলাকা থেকে থানার ও দূরত্ব প্রায় ১০ কিলোমিটার । আমাদের ইউনিয়ন পরিষদের বিট পুলিশিং সভার আয়োজন করা হয়, সেখান থেকে খুব সহজে আমি পুলিশ ক্লিয়ারেন্সের আবেদন করলাম ।  এরকম সেবা পেয়ে আমি পুলিশকে ধন্যবাদ জানাচ্ছি।

 

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন বলেন আমরা সকল ধরনের অপরাধ  প্রতিহত করতে সর্বাত্তক চেষ্টা চালিয়ে যাচ্ছি । পুলিশ সারাদেশে বিট পুলিশিং সেবা চালু করেছে। উপজেলা দশটি ইউনিয়নে একযোগে আজকে বিট পুলিশি়ং কার্যক্রম পরিচালিত হচ্ছে। যাতে করে জনগণ আরো দ্রুত সময়ে যেকোন ধরনের নাগরিক সেবা পেতে সক্ষম হয়। বিট পুলিশিং হলো অনলাইন কেনাকাটার মত! আপনে ঘরে বসেই বিট পুলিশিং এর মাধ্যমে যেকোন পুলিশি সেবা গ্রহণ করতে পারেন।

 

একুশে সংবাদ/ম.আ.প্র/আ.হ

Link copied!