প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একনজর দেখতে হুইল চেয়ারে করে বদরগঞ্জ থেকে রংপুরে এসেছেন ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মাস্টার (৯৬)।
মজিবুর রহমান বলেন, ‘শেখ হাসিনাকে একনজর দেখতেই আমি জনসমাবেশে এসেছি। প্রধানমন্ত্রীর সমাবেশকে সফল করার জন্য, তাকে সহযোগিতা করার জন্য আমি এসেছি। আমি একজন মুক্তিযোদ্ধা, আমার কোন কষ্ট নেই। আমি সবাইকে বলবো-স্মার্ট বাংলাদেশ গড়তে শেখ হাসিনার সরকার বার বার দরকার।’
এদিকে আওয়ামী লীগের জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রংপুরে পৌঁছেছেন। বুধবার দুপুর ১টা ১৩ মিনিটে তাকে বহনকারী হেলিকপ্টারটি রংপুর সেনানিবাস হ্যালিপ্যাডে অবতরণ করে। সেখান থেকে সার্কিট হাউসে যান তিনি। সেখানে স্থানীয় সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে বিকেল ৩টা ৫ মিনিটে জনসমাবেশে যোগ দেবেন প্রধানমন্ত্রী।
জনসভায় উপস্থিত আছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, যুগ্ম-সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন ও সুজিত রায় নন্দী প্রমুখ।
সরেজমিনে দেখা যায়, রংপুর জিলা স্কুল মাঠ আওয়ামী লীগের নেতাকর্মীদের উপস্থিতিতে ভরে গেছে। ইতোমধ্যে মাঠ ছাড়িয়ে প্রধান সড়কের দুই দিকে অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ রংপুরে এসেছিলেন ২০১৮ সালের ২৩ ডিসেম্বর। এ সময় তিনি রংপুরের পীরগঞ্জ ও তারাগঞ্জে দুটি নির্বাচনী জনসভা করেন। সাড়ে চার বছরের বেশি সময় পর তিনি আবার রংপুরে আসছেন। এর আগে ২০১১ সালের ৮ জানুয়ারি রংপুর জিলা স্কুল মাঠে মহাজোটের জনসভায় উন্নয়নের দায়িত্ব কাঁধে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :