বগুড়া সারিয়াকান্দিতে কুপতলা মহিলা উন্নয়ন সংস্থা (কেএমইউএস) এর উদ্যোগ এবং বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের সহযোগীতায় গাভী পালন কর্মসূচির আওতায় হত দরিদ্রদের মাঝে বিনামূল্যে গরু বিতরণ করা হয়েছে ।
এ উপলক্ষে সোমবার (৩১ জুলাই) সকাল ১১টায় কুপতালা গ্রামে উক্ত সংস্থার কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ শাহ্ আলম।
কুপতলা মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক হাছনা বানুর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল লতিফ, প্রাণি চিকিৎসক জাহিদ হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুপতলা মহিলা উন্নয়ন সংস্থার ম্যানেজার বিপ্লব মন্ডল । আলোচনা সভা শেষে নারচী ইউনিয়নের হতদরিদ্র ৭জন মহিলাকে বিনামূল্যে ১টি করে গরু প্রদান করা হয় ।
একুশে সংবাদ/প.ক.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

