খাগড়াছড়ির রামগড়ে ভারত থেকে অবৈধ ভাবে নিয়ে আসা বিপুল পরিমান ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৩ বিজিবি) ।
আজ মঙ্গলবার (১ আগস্ট) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর অধীনস্থ বাগানবাজার বিওপির হাবিলদার মোঃ সিরাজুল কবির এর নেতৃত্বে বিজিবি`র একটি চৌকস টহল দিবাগত মধ্যরাতে উপজেলার বড়ই বাগান নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় পড়ে থাকা ১৪২ বোতল মদ জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত ভারতীয় এ মদ গুলো রামগড় থানায় সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করে পরবর্তীতে ধ্বংসের জন্য ব্যাটালিয়ন সদরে জমা করা হয়েছে।
বর্ডারগার্ড বাংলাদেশ রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আবু বকর সিদ্দিক সাইমুম জানান, দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তে অবৈধ চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে বিজিবির নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/স ক



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

