সাতক্ষীরার নুরনগরে অবৈধ বালু উত্তোলন বন্ধ করতে গিয়ে স্থানীয় এক নারীর তোপের মুখে পড়েছেন এক নায়েব।
সোমবার (২৪ জুলাই) বেলা ১২টার দিকে কুলতলী রামচন্দ্রপুর এলাকায় এ ঘটনা ঘটে।
অবস্থা বেগতিক দেখে ঘটনাস্থল থেকে সটকে পড়েন নুরনগর ইউনিয়নের নায়েব রেজাউল করিম।
নুরনগর ইউনিয়নে এক কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে কুলতলী থেকে রামচন্দ্রপুর পর্যন্ত দুই কিলোমিটার সড়ক সংস্কার কাজ চলছে। কাজটি করছেন ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অ্যান্ড পার্টস হাউজের ঠিকাদার আশরাফ গাজী। অভিযোগ, সরকারি খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে দেয়া হচ্ছে সড়কে। সেটি বন্ধ করতে ঘটনাস্থলে যান ওই নায়েব।
ঘটনার বিষয়ে নুরনগর ইউনিয়নের নায়েব রেজাউল করিম জানান, এসিল্যান্ড স্যারের নির্দেশে ঘটনাস্থলে বালু উত্তোলন বন্ধ করতে কিছু নারী-পুরুষ আমার ওপরে হামলা চালায়। একপর্যায়ে আমি ঘটনাস্থল ত্যাগ করি।
একুশে সংবাদ/সা.শ.প্র/জাহা
আপনার মতামত লিখুন :