চট্টগ্রামের চন্দনাইশে পাহাড়ি সন্ত্রাসী গোষ্ঠীর তিন সদস্যকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (৮ জুলাই) রাত সাড়ে দশটায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার পাহাড়ি এলাকা ধোপাছড়ি ইউনিয়নের শান্তিরহাট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার মৃত সত্যবান ত্রিপুরার ছেলে কিলিরাম ত্রিপুরা (৩৬), বান্দরবানের আলীকদম এলাকার শিগরাং ত্রিপুরার ছেলে যেহেল ত্রিপুরা (৩৪) ও নন্দমনি ত্রিপুরার ছেলে সুভাষ ত্রিপুরা (২২)।
এরা সবাই বর্তমানে পশ্চিম ধোপাছড়ির বাসিন্দা বলে জানা যায়।
তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরী একনলা বন্দুক, ০৩টি রাম দা , গান পাউডার ও রশি উদ্ধার করা হয়।
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ( ওসি ) আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে গ্রেফতারকৃতের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।
একুশে সংবাদ/খা.র.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

