নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বিএনপির সভাপতি মোঃ পারভেজ কাজি (৪৫) কে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করেছে। আহত অবস্থায় প্রথমে লোহাগড়া হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।
সোমবার (৩ জুলাই) এলাকা বাসী সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামে দীর্ঘদিন ধরে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে সংর্ঘষ চলছিল।
এ ঘটনার জের ধরে আজ সকালে পারভেজ কাজি সারোল বৌবাজার থেকে ভ্যান যোগে বাড়ি ফেরার পথে বয়রা গ্রামের নুর মিয়া কাজির বাড়ির সামনে পৌঁছালে একই গ্রামের অলিদ কাজি, ওহিদ কাজিসহ ৭/৮ জন ভ্যানের গতি রোধ করে ধারালো অস্ত্র দিয়ে পারভেজ কাজি এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রাস্তায় ফেলে পালিয়ে যায় । এসময় পারভেজের ডাক চিৎকারে পাশ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লোহাগড়া হাসপাতালে নিয়ে আসে। লোহাগড়া হাসপাতালের কর্তব্যরত ডাক্তার অবস্থা অবনতি দেখে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করেন।
এঘটনায় লোহাগড়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন বলেন, এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। আহতের পরিবার মামলা দিলে তদন্ত করে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।
একুশে সংবাদ/উ.র.প্র/জাহা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

