AB Bank
ঢাকা বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কিশোরগঞ্জে গণতন্ত্রী পার্টির গণসমাবেশ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ
০৯:৫৫ পিএম, ১০ জুন, ২০২৩
কিশোরগঞ্জে গণতন্ত্রী পার্টির গণসমাবেশ

কিশোরগঞ্জে গণতন্ত্রী পার্টির জেলা কমিটির কর্মসূচী অংশ হিসেবে বাজেট এ সাধারণ মানুষের উপর কর বৃদ্ধি, দ্রব্য মূল্য উর্ধ্বগতি সহ বিদ্যুৎ লোডশেডিং বন্ধের দাবীতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

জেলা কমিটির এই কর্মসূচীর অংশ হিসেবে শনিবার (১০ জুন) বিকাল  ৫ টায় কিশোরগঞ্জ পৌর শহরের সৈয়দ নজরুল ইসলাম চত্বরে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত গণসমাবেশে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন।

 

গণসমাবেশ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সাংগঠনিক সম্পাদক শিক্ষাবিদ এনামুল হক চৌধুরী আলমাস।

 

সমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন খান মিল্কী আরজু,  সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী হাবিবুর রহমান মুক্তু, সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ ব্রজেন্দ্র দেবনাথ, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, কিশোরগঞ্জ সদর উপজেলা গণতন্ত্রী পার্টির কমিটির সভাপতি ডা:স্বপন ভৌমিক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দুলাল, করিমগঞ্জ উপজেলা গণতন্ত্রী পার্টির সভাপতি সাংবাদিক আবুল মনসুর লনু, সাধারণ সম্পাদক সাংবাদিক দিলোয়ার হোসাইন নানক, গণতন্ত্রী পার্টির নারী নেত্রী আনোয়ারা খাতুন, কিশোরগঞ্জ জেলা গণতন্ত্রী পার্টির সদস্য সুধা বিন্দু, স্বপন ঘোষ প্রমুখ।

 

সমাবেশে নেতৃবৃন্দ বলেন, বাজেটে সাধারণ মানুষের স্বার্থ বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, সে সমস্ত ধারা বাতিল করতে হবে। লোডশেডিং বন্ধ করতে হবে এবং যে সকল দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার অবহেলায় সময়মত কয়লা, এলপিজি গ্যাস আমদানি হয়নি তাদের কে বিচারের আওতায় আনতে হবে। দ্রব্য মূল্যের উর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ চরম অভাবে দিন কাটাচ্ছে, তাই দ্রব্যমূল্যের দাম অবিলম্বে কমাতে হবে। সিন্ডিকেট ব্যবসায়ীদের চিহ্নিত করে, শায়েস্তা করতে। অবিলম্বে কিশোরগঞ্জের নরসুন্দা নদী খনন ও কাওনা বাধ খুলে দিতে হবে। দ্রব্য মূল্য বৃদ্ধি রুখে দিতে হবে,বাজারে সিন্ডিকেট ভাঙ্গার জন্য গণবিরোধ গড়ে তুলতে হবে।গ্যাস, বিদ্যুৎসহ সকল প্রকার জ্বালানি তেলের মূল্য কমাতে হবে। ন্যায্য মূল্যে  নিত্য-প্রয়োজনীয় পণ্যে কমানো ও দেশের সাধারণ মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানান নেতৃবৃন্দ।

 

একুশে সংবাদ/আ.র.প্র/জাহা

Link copied!