AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উল্লাপাড়ায় চাহিদার চেয়ে বেশী মাছ উৎপাদন হচ্ছে


উল্লাপাড়ায় চাহিদার চেয়ে বেশী মাছ উৎপাদন হচ্ছে

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এখন চাহিদার চেয়ে ১ হাজার ৭ শ ১৫ মেট্রিক টন মাছ বেশী উৎপাদন হচ্ছে । এলাকার খাল বিল ও পুকুরে চাষ করা মাছ ঢাকাসহ বিভিন্ন এলাকায় মাছের আড়তে কেনাবেচা হচ্ছে । গোটা উপজেলায় মোট ২ হাজার ৮ শ ৮৫ টি পুকুর আছে। 

 

গত বছর দেড়েক সময়ে উপজেলার রামকৃষ্ণপুর ও বাঙ্গালা ইউনিয়নে ব্যক্তি মালিকানায় বহু সংখ্যক পুকুর খনন করা হয়েছে। এতে মাছের উৎপাদন আরো বেশী পরিমাণ হবে বলে মত মিলেছে। এদিকে মৎস্য বিভাগ থেকে গত দুবছরে খনন করা পুকুর সংখ্যা জরিপ করা হয়নি।


উপজেলা মৎস্য অফিস থেকে জানানো তথ্যে , উল্লাপাড়া উপজেলায় মাছের চাহিদা ১৩ হাজার ৭ শ ৫ মেট্রিক টন ।


সেখানে বিভিন্ন জাতের ১৫ হাজার ৪ শ ২০ মেট্রিক টন মাছ উৎপাদন হচ্ছে । চাহিদার চেয়ে বেশী উৎপাদন হচ্ছে ১ হাজার ৭ শ ১৫ মেট্রিক টন। আর কার্প জাতীয় ( রুই , কাতলা , মৃগেল ) মাছ বেশী চাষ করা হচ্ছে।
উপজেলায় সরকারী ও ব্যক্তিগত মিলে ২ হাজার ৮ শ ৮৫ টি পুকুর আছে । পুকুরের জলা ও পাড় মিলে জমির পরিমাণ ১ হাজার ২ শ ২৭ দশমিক ৩৯ হেক্টর। সরকারী পুকুর আছে মোট ২ শ ৩৫ টি। যার জমির পরিমাণ ১ শ ৪০ দশমিক ৬০ হেক্টর । আর ২ হাজার ৬ শ ৫০ টি ব্যক্তিগত পুকুরের জমির পরিমাণ ১ হাজার ৮৬ দশমিক ৭৯ হেক্টর । এছাড়া ৯ টি মৎস্য অভয়াশ্রম রয়েছে। এগুলো হলো - করতোয়া নদীতে ঘাটিনা , পালপাড়া , সোনতলা , বড়হর , দমদমা , কালিগঞ্জ , দহকুলা , সিমলা মোড়দহ।
 

উপজেলার পশ্চিমাঞ্চলের পাথার প্রান্তরের তিনটিসহ মোট পাচটি ইউনিয়ন এলাকায় বর্ষা কালে আবাদী মাঠ প্রান্তর এবং খাল বিল জলা পানিতে তলিয়ে যায় । ইউনিয়নগুলো হলো- উধুনিয়া ,মোহনপুর , বড় পাঙ্গাসী , দুর্গানগর ও বাঙ্গালা। বর্ষার পানিতে বিপুল পরিমাণ নানা মাছে ভরপুর হয়ে থাকে । বর্ষার পানি নেমে যেতেই ইউনিয়নগুলোর খাল বিল জলাভূমি থেকে মাছ ধরা শুরু হয়। প্রতিদিন বিপুল পরিমাণ দেশীয় নানা মাছ বিভিন্ন এলাকার মাছেরআড়তে বিক্রি হয়। এদিকে সারা বছরই পুকুরগুলোয় চাষ করা মাছ বিভিন্ন এলাকার আড়তে বিক্রি করা হয়ে থাকে।


খোজ নিয়ে জানা গেছে , গত এক যুগ সময়ে উল্লাপাড়া উপজেলায় ব্যাক্তিগত পুকুরের সংখ্যা বেড়েছে। এলাকায় মাছ চাষ ও মাছ চাষী বেড়েছে। গত দেড় বছর সময়কালে রামকৃষ্ণপুর ও বাঙ্গালা ইউনিয়ন এলাকায় ব্যক্তি মালিকানায় বহু সংখ্যক বড় ছোটো নতুন পুকুর খনন করা হয়েছে। সরকারী অনুমতি না নিয়ে পুকুরগুলোর প্রায় সবগুলোই কৃষি জমিতে খনন করা হয়েছে বলে বিভিন্ন ভাবে জানা গেছে। রামকৃষ্ণপুর ইউনিয়নের দবিরগঞ্জের কাছাকাছি বনপাড়া মহাসড়কের দুধারে বহু সংখ্যক নতুন পুকুর খনন ও মাছ চাষ শুরু করা হয়েছে। বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া ব্রীজের কাছাকাছি , বিনায়েকপুর এলাকায় বড় ধরণের নতুন পুকুর খনন করে মাছ চাষ শুরু করা হয়েছে।


বাঙ্গালা ইউপি চেয়ারম্যান সোহেল রানা সোহেল বলেন তার ইউনিয়ন এলাকার পুকুরগুলোয় চাষ করা মাছ বিভিন্ন মোকাম আড়তে কেনাবেচা হয়। রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো বলেন তার ও পাশের বাঙ্গালা ইউনিয়ন এলাকার পুকুরগুলোয় চাষ করা মাছ এবং খাল বিলের মাছ বিভিন্ন এলাকার আড়তে নিয়ে বিক্রি করা হয়। সরকারী নিয়ম নীতি মেনে দ্#ু৩৯;ইউনিয়নের পক্ষে যৌথ উদ্যোগে মাঝামাঝি এলাকায় আগামীতে মাছ কেনাবেচায় মাছ আড়ত করা যেতে পারে।


বিএডিসি উল্লাপাড়া জোনের সহকারী প্রকৌশলী জাহিদ হাসান বলেন বিভিন্ন সমস্যা জলাবদ্ধতা নিরসনে
পানাসি সেচ উন্নয়ন প্রকল্প থেকে এরই মধ্যে বাঙ্গালা ইউনিয়ন এলাকায় ভুগর্ভস্থ ( পাইপ বসিয়ে )সেচ ব্যবস্থায় পানি নিষ্কাশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আরো একাধিক এলাকায় জলাবদ্ধতা নিরসনে পানাসি থেকে উদ্যোগ নেওয়া হচ্ছে।


উপজেলা কৃষি কর্মকর্তা সূবর্ণা ইয়াসমিন সুমী বলেন কৃষি জমিতে পুকুর খনন কিংবা অকৃষি করতে জমির
মালিক কৃষকদেরকে তার বিভাগ থেকে পরামর্শ দিয়ে আসা হচ্ছে।


সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আতাউর রহমান জানান উল্লাপাড়ায় পুকুর ও খাল বিলে চাষ করা মাছ বিভিন্ন এলাকার আড়তে কেনাবেচা হয়। এছাড়া এলাকার হাট বাজারগুলোয় কেনাবেচা হয়। এলাকার আড়তগুলো থেকে নানা ধরনের মাছ বিভিন্ন এলাকার মোকাম বাজারে বিক্রি হয়ে থাকে । উল্লাপাড়া উপজেলায় গত দুবছরে খনন করা নতুন পুকুরের সংখ্যা বিষয়ে জরিপ করা হয়নি। কম সময়ে নতুন পুকুর সংখ্যা জরিপ করা হবে বলে জানান। কৃষি জমিতে পুকুর খনন না করতে কৃষকদের তার বিভাগ থেকে মানা করা হয়ে থাকে। আর সরকারী নিয়ম নীতি মেনে পুকুর খনন এবং পুকুর খননে এলাকায় জলাবদ্ধতা না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।


উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) মোঃ উজ্জল হোসেন বলেন উপজেলার রামকৃষ্ণপুর , বাঙ্গালা ইউনিয়নসহ আরো দুএক এলাকায় কৃষি জমিতে সরকারী অনুমতি না নিয়ে পুকুর খনন বন্ধে উপজেলা প্রশাসন থেকে ভ্রাম্যমাণ আদালত গঠন করে অভিযান চালানো হয়েছে। এসকেভেটর মেশিনের ব্যাটারী ধংস ও অর্থ জরিমানা করা হয়েছে। এছাড়া সাতটি নিয়মিত মামলা দেওয়া হয়েছে।
 

একুশে সংবাদ.কম/সম
 

Link copied!