পদ্মা সেতুর দক্ষিণ প্রান্তে থেমে থাকা একটি পিকআপ ভ্যানকে পিছন থেকে আরেকটি পিকআপভ্যান ধাক্কা দিলে কুদ্দুস শেখ (৩৫) নামে এক চালক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ এপ্রিল) রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় চালককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে আজ বুধবার সকাল ৮টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কুদ্দুস শেখ (৩৫) রাজবাড়ী সদর উপজেলার সাত্তার শেখের ছেলে ।
কুদ্দুসের সহযোগী মো. আরিফ জানান, পদ্মা সেতুর ওপর একটি পিকআপভ্যান পার্কিং করা ছিল। তবে চালক কুদ্দুস সেটি বুঝতে পারেনি। তার নিজের পিকআপ ভ্যানটি চালিয়ে থেমে থাকা সেই পিকআপ ভ্যানটির পেছনে ধাক্কা দেয়। এতেই এ দুর্ঘটনা ঘটে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
একুশে সংবাদ.কম/স.ট.প্র/জাহাঙ্গীর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

