AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোপালগঞ্জে ভূক্তভোগী ও হাসপাতাল প্রশাসনের পাল্টাপাল্টি কর্মসূচি


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ
০৭:৪৬ পিএম, ২ এপ্রিল, ২০২৩
গোপালগঞ্জে ভূক্তভোগী ও হাসপাতাল প্রশাসনের পাল্টাপাল্টি কর্মসূচি

গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল সার্টিফিকেট বাণিজ্যের পক্ষে-বিপক্ষে কর্মসূচি পালন করলেন ভূক্তভোগী ও হাসপাতাল প্রশাসন।

 

রোববার (২এপ্রিল) সকালে চিকিৎসকদের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তোপের মূখে পড়েন হাসপাতাল প্রশাসন। হাসপাতালের কনফারেন্স রুমে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।  

 

প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্যে হাসপাতালের সহকারি পরিচালক ডাঃ অসিত কুমার মল্লিক বলেন, গত শনিবার (৩০ মার্চ) তিনি সহ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ  ফারুক আহমেদ, ডাঃ শ্যামল চন্দ্র বাড়ৈ, ডাঃ হিটলার বিশ্বাসসহ হাসপাতালের ওয়ার্ড মাস্টার এবং কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে লাগামহীন দুর্ণীতি ও সার্টিফিকেট বানিজ্যের প্রতিবাদে ভূক্তভোগীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।

 

এ ঘটনার প্রতিবাদ জানাতে হাসপাতাল প্রশাসন সংবাদ সম্মেলন ডাকে। সেখানে অভিযুক্ত ডাক্তার ও কর্মচারীদের পক্ষে সাফাই গাইতে গিয়ে সাংবাদিকদের তোপের মূখে পড়েন সংবাদ সম্মেলন ডাকা চিকিৎসকেরা ।এ সময় সভায় উপস্থিত থাকা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার শতাধিক সাংবাদিক ওই সব চিকিৎসক ও কর্মচারীদের নামে অভিযোগের পাহাড় তুলে ধরেন। এর এক পর্যায়ে সহকারি পরিচালক ডাঃ অসিত কুমার মল্লিক বলেন, উর্দ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আগামী এক সপ্তাহের মধ্যে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারুককে এই হাসপাতাল থেকে অপসারণসহ এসব ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে বলে আশ্বস্ত করেন।

 

সহকারি পরিচালক ডাঃ অসিত কুমার মল্লিক আরো বলেন, মানববন্ধনকারীরা যে অভিযোগ করেছে, একটি দালাল চক্র দীর্ঘদিন যাবৎ ভুয়া চিকিৎসা সনদ দিয়ে সাধারন মানুষকে হয়রানি করছে। এ কাজে কোটি কোটি টাকার অবৈধ লেনদেন হচ্ছে।

 

ভূক্তভোগীরা ৩০ মার্চ মানববন্ধনে অভিযোগ করে বলেন, হাসপাতালের পয়ঃপ্রণালী পরিস্কার পরিচ্ছন্ন সহ অন্যান্য কাজ না করে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ, কোটি কোটি টাকার যন্ত্রপাতি কেনা হলেও তা আদৌ চালু হয়নি। যে সকল মেশিনপত্র রয়েছে তাও অকেজো। সাধারন মানুষ বাধ্য হয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা, খুলনা, বরিশাল যেতে বাধ্য হচ্ছে। হাসপাতাল থেকে সরকার কর্তৃক বরাদ্দকৃত ওষুধ সঠিকভাবে জনগন পাচ্ছে না বলেও অভিযোগ করেন ভূক্তভোগীরা।

 

এ সংবাদ সম্মেলনে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের পরিচালক ডাঃ মনোয়ার হোসেন, অধ্যক্ষ ডাঃ মো. জাকির হোসেন, সিভিল সার্জন ডাঃ নিয়াজ মোহাম্মদ, বিএমএ গোপালগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক ডাঃ হুমায়ুন কবির প্রমূখ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/মু.মো.হু.প্রতি/এসএপি

টাইমলাইন

  1. ০৭:৪৬ পিএম, ২ এপ্রিল, ২০২৩ গোপালগঞ্জে ভূক্তভোগী ও হাসপাতাল প্রশাসনের পাল্টাপাল্টি কর্মসূচি
  2. ০৭:৪২ পিএম, ২ এপ্রিল, ২০২৩ গোপালগঞ্জে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব পেল ৩৪২ মেধাবী
  3. ০৭:২৪ পিএম, ২ এপ্রিল, ২০২৩ গোপালগঞ্জে গাড়ী চাপায় কলেজ ছাত্র নিহত
  4. ১২:৩৯ পিএম, ২৫ মার্চ, ২০২৩ গোপালগঞ্জে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এসএসসি পরীক্ষার্থীর আত্মহুতি
  5. ০৬:১২ পিএম, ২২ মার্চ, ২০২৩ কোটালীপাড়ায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেলেন ১২৯ পরিবার
  6. ০৮:১৫ পিএম, ১৯ মার্চ, ২০২৩ মুকসুদপুরের মাসুদের মায়ের ওষুধ কেনা হলো না
  7. ০৭:৩১ পিএম, ১৯ মার্চ, ২০২৩ গোপালগঞ্জে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্ববৃহৎ মহা বারুনীর স্নান উৎসব শুরু
  8. ০৩:১১ পিএম, ১৯ মার্চ, ২০২৩ পশ্চিমবঙ্গের সঙ্গীত শিল্পী কংকন ভট্টাচার্যকে কোটালীপাড়ায় সংবর্ধনা
  9. ০২:৫১ পিএম, ১৩ মার্চ, ২০২৩ বঙ্গবন্ধুর সমাধি কমপ্লেক্স ৩ দিন সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ
Link copied!