"নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী"এ প্রতিপাদ্য কে সামনে নিয়ে ময়মনসিংহের গৌরীপুরে বিশ্ব অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (১৫ মার্চ) বেলা ১১ টায় অফিসার্স ক্লাবে এই সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোজিয়া নাজনিনের সভাপতিত্বে ও একাডেমিক সুপার ভাইজার কমল রায়ের সঞ্চালনায় ভোক্তা অধিকার বিষয় নিয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডা: হেলাল উদ্দিন আহামেদ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিয়োদ্ধা আব্দুর রহিম।
সভায় আরও বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন দেবনাথ, সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সাংবাদিক উবায়দুল রহমান, ব্যবসায়িক পরিষদের সভাপতি ইউসুফ আলী, সাধারন সম্পাদক আলী আকবর আনিস, ব্যবসায়ী বাদল পাল, উপজেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসানউল্লাহ প্রমুখ।
একুশে সংবাদ.কম/হ.ক.প্র/জাহাঙ্গীর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

