AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মানববন্ধন শেষে স্মারক লিপি জমাদানের পুর্বেই অসুস্থ হয়ে পড়লেন শিক্ষক


Ekushey Sangbad
মোঃ জামাল বাদশা, লালমনিরহাট
০৪:৩৪ পিএম, ১৩ মার্চ, ২০২৩
মানববন্ধন শেষে স্মারক লিপি জমাদানের পুর্বেই অসুস্থ হয়ে পড়লেন শিক্ষক

মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জাতীয়করন করার দাবীতে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) এর কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে  লালমনিরহাট জেলা শাখা মানববন্ধন ও স্মারক লিপি প্রদান কর্মসূচি পালন করে। তবে মানববন্ধন কর্মসূচি পালন শেষে স্মারক লিপি প্রদানের পূর্বেই আন্দোলন অংশ নেওয়া হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাব্বর হোসেন(৫০) বিভিন্ন শ্লোগান দিতে দিতে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পরেন।

 

পরে সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান শেষে অসুস্থ শিক্ষককে লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান।

সোমবার (১৩ মার্চ) সকাল ১১ টায় জেলার মিশনমোড় চত্বরে ঘন্টাব্যাপী মানববন্ধন এবং মানববন্ধন শেষে দুপুরে লালমনিরহাট জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

জেলার মিশনমোড় চত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন শেষে সংগঠনটির জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ ও পাঁচ উপজেলার বিভিন্ন বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় ৫ শতাধিক শিক্ষক,শিক্ষিকা মিছিল নিয়ে স্মারক লিপি প্রদানের জন্য জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে যান। সেখানেই শ্লোগান দিতে দিতে ওই শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।

 

মানববন্ধনে সংগঠনের জেলা সভাপতি কালীগঞ্জ করিম উদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশীদজ্জামান আহমেদ বলেন, দেশ প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সকল ক্ষেত্রে উন্নয়ন হয়েছে। এখন আমরা স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। তবে বর্তমান দ্রব্য মূল্যের উর্ধগতির বাজারে বেসরকারি শিক্ষকদের আয়ে সংসার চালানো দায় হয়ে পরেছে, তাই আজ আমরা বাধ্য হয়ে রাস্তায় দাড়িয়েছি।

তিনি বলেন, বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান বেসরকারি আর মাত্র ২শতাংশ সরকারি। দেশের শিক্ষা নীতি ও পদ্ধতি এক হওয়া সত্যেও বেতনের ক্ষেত্রে সরকারি শিক্ষকদের তুলনায় বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা পায় অর্ধেক। এই বৈষম্য দূর করে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি তার।

 

মানববন্ধনে এসময় অন্যান্যদের মধ্যে সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক আব্দুল মজিদ,সদর উপজেলা শাখার সভাপতি খায়রুজ্জামান মন্ডল বাদল,সাঃ সম্পাদক দীনেশ চন্দ্র, আদিতমারীর সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম কাজল, কালীগঞ্জের সভাপতি নজরুল ইসলাম, হাতিবান্ধার মজিবর রহমান,পাটগ্রামের সভাপতি আব্দুল ওয়াব প্রমূখ বক্তব্য রাখেন।

 

বক্তারা বৈষম্য দূরীকরণ, শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়া এবং সকল বেসরকারি মাধ্যমিক  শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের দাবি জানান। আর আগামী ২০ মার্চের মধ্যে এসকল দাবি মেনে না নিলে ঢাকায় বৃহৎ আন্দোলন গড়ে তেলার হুমকি দেন তারা।

 

একুশে সংবাদ/এসএপি

টাইমলাইন

  1. ০৩:০৭ পিএম, ৪ এপ্রিল, ২০২৩ অর্থের অভাবে ধমকে রশিতে বাঁধা আলমের চিকিৎসা
  2. ০৯:৪৩ পিএম, ২৮ মার্চ, ২০২৩ মামলায় ওষুধ পাচারের কথা স্বীকার করলেন কারাগারের ফার্মাসিষ্ট
  3. ০৫:৩৬ পিএম, ২৮ মার্চ, ২০২৩ বুড়িমারী স্থলবন্দরে ভারতীয়পণ্যসহ তিনটি ট্রাক জব্দ
  4. ০৯:২৮ পিএম, ১৯ মার্চ, ২০২৩ শিক্ষকের উপর দুর্বৃত্তের হামলা, বিচারের দাবিতে মানববন্ধন
  5. ০৯:০৮ পিএম, ১৯ মার্চ, ২০২৩ সীমান্তে হয়নি কান্নাকাটির মেলা, হতাশ কয়েক হাজার দর্শনার্থী
  6. ০৩:৩৯ পিএম, ১৯ মার্চ, ২০২৩ মহিলা ভাইস চেয়ারম্যানের মামলায় উপজেলা চেয়ারম্যানসহ শ্রীঘরে ১২
  7. ০৭:৪২ পিএম, ১৪ মার্চ, ২০২৩ অ্যাথলেটিকসে দ্বিতীয় দেশ সেরা ঐশি
  8. ০৬:০৩ পিএম, ১৪ মার্চ, ২০২৩ স্বাধীনতা বিরোধীদের কোনো ষড়যন্ত্র সফল হয়নি: সমাজকল্যাণমন্ত্রী
  9. ০৫:৫৯ পিএম, ১৪ মার্চ, ২০২৩ টাকার অভাবে পা হারানো আমেনার চিকিৎসা করাতে পারছেনা পরিবার
  10. ০৪:২৪ পিএম, ১৪ মার্চ, ২০২৩ কালীগঞ্জে অস্বাভাবিক বিদ্যুৎ বিলের প্রতিবাদে মানববন্ধন
  11. ০৪:৩৪ পিএম, ১৩ মার্চ, ২০২৩ মানববন্ধন শেষে স্মারক লিপি জমাদানের পুর্বেই অসুস্থ হয়ে পড়লেন শিক্ষক
Link copied!