AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের আটমাস পর যুবকের কঙ্কাল উদ্ধার


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
১০:১৩ পিএম, ১২ মার্চ, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের আটমাস পর যুবকের কঙ্কাল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে নিখোঁজের আট মাস পর আখক্ষেত থেকে যুবকের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ।

 

রোববার (১২ মার্চ) বিকেল ৫টার দিকে, শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের চানকার মাঠ থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায় ওই মাঠের একটি আখক্ষেতে কয়েক জায়গায় চড়িয়ে ছিটিয়ে থাকা দেহের বিভিন্ন অংশের কঙ্কাল- মাথার খুলি ও ছেঁড়া গেঞ্জি পড়ে ছিলো। যা উদ্ধার করা হয়।

 

এদিকে, আখক্ষেতে উদ্ধার হওয়া কঙ্কালটি ৮ মাস আগে নিখোঁজ হওয়া পাশের গ্রামের যুবক আসাদুল্লাহর বলে দাবি তার পরিবার ও স্বজনদের। আসাদুল্লাহ নয়ালাভাঙ্গা ইউনিয়নের বিরামপুর গ্রামের লুটু আলীর ছেলে। গত বছরের ২৭ জুন নিখোঁজ হয় যুবক আসাদুল্লাহ(২১)।

 

নিখোঁজ যুবকের বাবা লুটু আলী  বলেন, আট মাস আগে আমার ছেলে নিখোঁজ হয়। আমার ছেলেকে পূর্ব শত্রুতার জেরে খেলতে যাওয়ার কথা বলে নিয়ে গিয়ে গুম করে হত্যা করা হয়। পরে থানায় জিডি করেছি। আদালতে মামলা করেছি। কিন্তু কোন খবর পায়নি। এমনকি গ্রামের লোকজনকে নিয়ে বিভিন্ন জায়গাসহ মাঠে খোঁজাখুঁজি করলেও; কোন সন্ধান পায়নি।

 

শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহম্মেদ বলেন, জরুরি সহায়তা সেবা-৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ওই এলাকায় নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে একটি মামলা চলমান রয়েছে এবং তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন(পিবিআই) তদন্ত করছে। বিষয়টি পিবিআইকেও জানানো হয়। তারা এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। তিনি আরও বলেন, তদন্ত শেষে পিবিআই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

 

একুশে সংবাদ.কম/আ.ও.প্র/জাহাঙ্গীর

Shwapno
Link copied!