AB Bank
ঢাকা শনিবার, ০৩ জুন, ২০২৩, ২০ জ্যৈষ্ঠ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ে ক্রিকেট উৎসব অনুষ্ঠিত


Ekushey Sangbad
সায়েম খান, মানিকগঞ্জ
০৮:২৯ পিএম, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩
ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ে ক্রিকেট উৎসব অনুষ্ঠিত

"একই সুতোয় বন্ধন, ঝিটকা আনন্দ মোহন" এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার  ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের ক্রিকেট উৎসব "আনন্দ আসবেই আসর- ২" অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২৪ ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের খেলার মাঠে  উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ২য় বারের মতো সেভেন এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সেখানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের মিলনমেলায় পরিণত হয়।

 

সকাল ৮ টায় ক্রিকেট উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা ভাইস-চেয়ারম্যান ভিপি আজিম খান। এসময় আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রেজা সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন খান, ঝিটকা আনন্দ মোহন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিচ উদ্দিন, গোলাম মোস্তফা। এডভোকেট প্রবীর কর্মকার, আনোয়ার হোসেন ভূইয়া, মনির মোল্লা, প্রণয় ঘোষ রনি প্রমুখ।

 

খেলায় মুখরিত - ৮১, ইয়াং ফোর্স -৮৪, বিদ্রোহী -৮৯, অগ্রজ - ৯২, দুরন্ত ‘৯৩, এভার গ্রীণ - ১৯৯৫, আমরা -৯৬, ক্লাব ৯৮, We r one 999, শতাব্দী ২০০০, প্রাণোচ্ছল -২০০১, স্বপ্নবাজ ২০০২, প্রানবন্ত - ২০০৩, প্রভাত-২০০৪, নোঙর ২০০৫, Warriors - 2006, পাওয়ার্ড ব্যাচ -২০০৭, চাঁদের হাট -২০০৮, ০৯ এর বন্ধন, ১০ এর বন্ধু, আনন্দ -১১, বিজয় -২০১২, প্রজন্ম -১৩, Universal-14, প্রেরণায় ১৫, ২৬ এর ১৬, বিপ্লবী - ১৭, প্রত্যয়ে ২০১৮, গৌরবের ১৯, অদম্য ২০, শাশ্বত-২০২১, Unbeaten-2022 পর্যন্ত মোট ৩২ টি দল অংশগ্রহণ করেন। প্রতিটি ব্যাচ থেকে ৭ জন করে খেলোয়াড় খেলায় অংশগ্রহণ করে। খেলা পরিচালনা করেন মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আম্পায়ারবৃন্দ।

 

ফাইনাল খেলায় ২০১৯ ব্যাচের শিক্ষার্থীদের দল " গৌরবের ২০১৯ দল" কে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ২০১৮ ব্যাচের শিক্ষার্থীদের দল " প্রত্যয়ে ২০১৮"। পরে সন্ধ্যায় চ্যাম্পিয়ন পুরষ্কার সহ ১৮টি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হয়।

 

পুরষ্কার বিতরন করেন, বিদ্যালয়ের সভাপতি ও অনুষ্ঠানের উদ্বোধক ভাইস-চেয়ারম্যান ভিপি আজিম খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার আদিত্য, বিদ্যালয়ের সাবেক সভাপতি শামীম হাজারী, বীর মুক্তিযোদ্ধা বিল্লাল হোসেন খান, প্রাক্তন শিক্ষার্থী মনির মোল্লা ও এডভোকেট প্রবীর কর্মকার প্রমুখ।

 

একুশে সংবাদ/এসএপি