ঢাকা সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৬ চৈত্র ১৪২৯

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. পডকাস্ট

নওগাঁয় গ্যাস বিদ্যুতসহ নিত্যপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,নওগাঁ
০৮:২৯ পিএম, ৪ ফেব্রুয়ারি, ২০২৩
নওগাঁয় গ্যাস বিদ্যুতসহ নিত্যপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন

নওগাঁ শহরস্থ লিটন ব্রীজ মুক্তিযোদ্ধা ভাস্কর্যের সামনে, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ, নওগাঁ জেলা শাখা উদ্যোগে গ্যাস বিদ্যুতসহ নিত্যপণ্য মূল্যবৃদ্ধির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

 শনিবার (৪ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৫ টায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল জেলা শাখার সভাপতি কমরেড জয়নাল আবেদীন মুকুল এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি পালন হয়। 

 

এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তেল গ্যাস বিদ্যুৎ বন্দররক্ষা জাতীয় কমিটির সাপাহার উপজেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলতাফুল হক চৌধুরী আরব। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল ছাত্রফ্রন্ট জেলা শাখার সভাপতি মিজানুর রহমান প্রমূখ।

 

মানববন্ধনে উপস্থিত বক্তারা বক্তব্যে বলেন, এই স্বৈরাচারী সরকার, ১৪ বৎসরে ১১ বার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে শুধু তাই নয় একই মাসে ও বিদ্যুতের মূল্য ২বার বৃদ্ধি করেছে। এই স্বৈরাচারী সরকার ১৪ বৎসরে ১০ বার গ্যাসের দাম বৃদ্ধি করেছে। বর্তমানে গ্যাস মূল্য ৮৩% বৃদ্ধি হয়েছে।

 

বর্তমান সরকারের নানা সমালোচনা করে সাধারণ মানুষের উদ্দেশ্য বলেন, আপনারা যারা আমাদের বক্তব্য শুনছেন আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আমাদের সঙ্গে প্রতিরোধ গড়ে তুলুন, নইলে এই জুলুমবাজ সরকার মূল্য বৃদ্ধিসহ আরোও নানা ভাবে জুলুম অত্যাচার করার সুযোগ পাবেন বলে সাধারণ জনগণদেন প্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়ে শান্তিপূর্ণভাবে মানববন্ধন শেষ হয়।

 

একুশে সংবাদ/আ.শ.প্র/জাহাঙ্গীর