AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,ভোলা
০৫:৫৭ পিএম, ১৪ নভেম্বর, ২০২২

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা

ভোলার চরফ্যাশনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাওলানা মোহাম্মদ উল্লাহ  (৫০) নামের এক অসুস্থ ব্যক্তিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে একই বাড়ির মোসলোউদ্দীন ও তার পরিবারের সদস্যদের  বিরুদ্ধে ।

 

গতকাল রবিবার (১৩ নভেম্বর) বিকালে উপজেলার শশীভূষণ থানাধীন জাহানপুর ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডের মাজহারুল ইসলাম মুন্সী বাড়িতে এ ঘটনা ঘটে।

 

আহত মোহাম্মদ উল্লাহকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

আহত মোহাম্মদ উল্লাহর মেয়ে সামিয়া বেগম  জানান, আমরা আমাদের রান্না ঘরের পাশে পর্দার জন্য সুপারির পাতা দিয়ে বেড়া দেই। এসময় একই বাড়ির হাসেম মুন্সী বাধা দিলে আমাদের সাথে তাদের বাকবিতন্ডা হয়। পরে আমার বাবা বাড়িতে এসে কি নিয়ে বাকবিতন্ডা হয়েছে জানতে পাতার বেড়ার কাছে গেলে মোসলো উদ্দিনের নেতৃত্বে তার বাবা হাসেম মুন্সী, মা গোল নাহার এবং স্ত্রী নাজমা আমার অসুস্থ পিতার ওপর হামলা করে। এ সময় আমরা অসুস্থ পিতাকে উদ্ধারে এগিয়ে গেলে তারা আমাদের উপরও হামলা করে।  হামলার সময় তারা আমার বাবার পকেটে থাকা মটর সাইকেল বিক্রির পঞ্চাশ হাজার টাকা নিয়ে যায়।

 

এ বিষয়ে অভিযুক্ত মোসলোউদ্দিন মুঠো ফোনে জানান, আমি ঝগড়া থামাতে গেলে মোহাম্মদ উল্লাহর পরিবার আমার উপর হামলা করলে আমিও পাল্টা হামলা করি।

 

শশীভূষণ থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান পাটোয়ারী জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

একুশে সংবাদ/ মা.হো.প্রতি/ রখ

 

 

 

 

Shwapno
Link copied!