ঢাকা শনিবার, ২৫ মার্চ, ২০২৩, ১১ চৈত্র ১৪২৯

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. পডকাস্ট

সাড়ে ছয় ঘণ্টা পর সাজেকে যানচলাচল স্বাভাবিক


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,বান্দরবন
০৩:২০ পিএম, ৫ অক্টোবর, ২০২২
সাড়ে ছয় ঘণ্টা পর সাজেকে যানচলাচল স্বাভাবিক

ভারি বৃষ্টিতে হঠাৎ পাহাড়ধসে খাগড়াছড়ির সাজেকে সড়ক যোগাযোগ ছয় ঘণ্টা বন্ধ থাকার পর  সেনাবাহিনীর সহায়তায় যানচলাচল স্বাভাবিক হয়েছে।

 

বুধবার (৫ অক্টোবর) বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আকতার বিষয়টি নিশ্চিত করেন।

 

এর আগে, পাহাড় ধসের ঘটনায় রাস্তার দুই পাশে আটকা পড়ে কয়েক হাজার পর্যটক। মঙ্গলবার রাতে ভারী বৃষ্টিপাতের কারণে এই পাহাড় ধসের ঘটনা ঘটে। মাটি সরাতে সকাল থেকে সেনাবাহিনী কাজ করে।

 

সাজেক কটেজ মালিক সমিতির সভাপতি সুপর্ণদেব বর্মণ জানান, সকালে পাহাড় ধসের ঘটনা আমরা জানতে পেরেছি। সাজেক এলাকায় প্রায় ছোট বড় মিলে ২শত গাড়ি রয়েছে। যা গতকাল(মঙ্গলবার)এসেছিলো। আজ সকালে অনেকের চলে যাওয়ারও কথা ছিল। কিন্তু পাহাড় ধসের কারণে গাড়ি চলাচল বন্ধ থাকায় সবাই আটকা পড়ে। দুপুরের দিকে যান চলাচল স্বাভাবিক হলে গাড়ি ছাড়তে শুরু করে।

 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, সাজেকে পাহাড় ধসের কারণে প্রায় ৫ হাজার পর্যটক দুই পাশে আটকা পড়ে। পরে সেনাবাহিনীর ২০ ইসিবি’র সদস্যদের সাথে স্থানীয়রা মাটি সরানোর কাজে নেমে পড়েন। দুপুর আড়াইটার দিকে মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়। এখন কোন সমস্যা নেই। যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা।

 

উল্লেখ্য টানা নয় দিনের ছুটির কারণে সাজেকে বাড়তি পর্যটকের চাপ রয়েছে। বর্তমানে সেখানে দুই হাজার পর্যটক অবস্থান করছেন। আরও তিন হাজার পর্যটক প্রবেশ করছে বলে স্থানীয় পর্যটন ব্যবসায়ীরা জানান।

 

 একুশে সংবাদ.কম/আ.ই.জা.হা