ঝিনাইদহের কোঁটচাদপুরে রেজাউল ইসলাম নামের এক যুবক গলায় গামছা দিয়ে আত্মহত্যা করেছেন।
সোমবার(২৬ সেপ্টেম্বর) সকালে ঘটনাটি ঘটেছে সাবদারপুর গ্রামে। পুলিশ তাঁর মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠিয়েছেন।
জানা যায়, কোটচাঁদপুর উপজেলার সাবদারপুর গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে রেজাউল ইসলাম (২৭)। দীর্ঘ দিন সে মানসিক ভারসাম্যহীন ছিলেন। সোমবার সকালে সে সবার অলক্ষে তাঁর নিজের শোবার ঘরের বাশের সঙ্গে গামছা পেচিয়ে আত্মহত্যা করেন। জানতে পেরে স্থানীয়রা তাকে উদ্ধার করেন।
পরে থানা পুলিশকে জানালে,তারা লাশের সুরত সম্পন্ন করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহে মর্গে পাঠিয়েছেন।
এ ব্যাপারে কোটচাঁদপুর থানার ডিউটিরত উপপরিদর্শক প্রসেনজিৎ সরকার বলেন, ঘটনা জানার পর গিয়েছিল। সুরতহাল করে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠিয়েছেন।
একুশে সংবাদ/সু.কু/এসএপি