AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বঙ্গবন্ধুর পলাতক খুনীদের বিচার দেখে যেতে চাইঃ বাঁশখালীর সাংসদ মোস্তাফিজ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,চট্টগ্রাম
০৪:১৩ পিএম, ১৫ আগস্ট, ২০২২
বঙ্গবন্ধুর পলাতক খুনীদের বিচার দেখে যেতে চাইঃ বাঁশখালীর সাংসদ মোস্তাফিজ

 

আজ রক্তের অক্ষরে লেখা শোকাবহ ১৫ আগস্ট। ইতিহাসের নির্মম হত্যাকান্ডের কলঙ্কিত এক দিন, আজ শোকের দিন, কান্নার দিন। ৭৫ এর কলঙ্কিত এ দিনে বিপথগামী দেশের শত্রুরা জাতীর জনক, সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙ্গালী, স্বাধিন বাংলার স্বপ্নদ্রস্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তাঁর পরিবারের সকল সদস্যকে হত্যা করে ইতিহাস থেকে মুচে দিতে চেয়েছিল জাতীর জনকের নাম। আজকের এ শোককে শক্তিতে পরিনত করে বঙ্গবন্ধু কন্যা জননেত্রি শেখ হাছিনার বলিষ্ট নেতৃত্বে ব্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়ার পাশাপাশি পলাতক খুনিদের ফেরত এনে দেশের মাটিতে সর্বোচ্চ শাস্তির বাস্তবায়ন প্রত্যাশা করছি।

 

সোমবার (১৫ আগস্ট) সকাল ১০ টার সময় চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসে প্রধান অথিতির বক্তব্যে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী উপরোক্ত কথাগুলো বলেন।

 

বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালীর) সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।

 

বিশেষ অতিথি ছিলেন, বাঁশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা আক্তার কাজেমী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান, বাঁশখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ শফিউর রহমান মজুমদার। উপজেলা কৃষি অফিসার মোঃ আবু ছালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত শোক সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মামুনর-রশিদ, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, সমবায় কর্মকর্তা গাজী ওমর ফারুক চৌধুরী, হিসাব রক্ষন কর্মকর্তা নিলয় বিশ্বাস, ইকোপার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুজ্জামান শেখ, প্যানেল মেয়র রোজিয়া সোলতানা।

 

সভার শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ নিহত সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

 

প্রধান অতিথি মোস্তাফিজুর রহমান চৌধুরী আরো বলেন, আজ বাংলার নিসর্গ-প্রকৃতিও অশ্রুসিক্ত হওয়ার দিন। বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন বলেই আজ আমরা স্বাধীন দেশের নাগরিক। বাংলাদেশের মানুষ আজ বিশ্বাস করে, জাতির জনক বঙ্গবন্ধুর অবর্তমানে তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্বে বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে দাঁড় করিয়েছে। খাদ্য ঘাটতির দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। সন্ত্রাস জঙ্গিবাদের দেশ আজ শান্তি, শৃঙ্খলা এবং নিরাপত্তার বাংলাদেশ।’

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাঁশখালী আওয়ামীলীগ, মহিলালীগ, যুবলীগ, মহিলা যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, বাঁশখালী প্রেসক্লাব, উপজেলার পল্লী বিদ্যুৎ সমিতি, বাঁশখালী থানা, ফায়ার ব্রিগেড, মুক্তিযোদ্ধা সংসদ, সরকারী বিভিন্ন দফতর, ব্যাংক ও এনজিও সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন কলেজ, স্কুল, মাদ্রাসা ও সকল প্রাথমিক বিদ্যালয়ে আলাদা আলাদা ভাবে শহীদ মিনারে জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্ফস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন পুর্বক দোয়া, মুনাজাত, র‍্যালী, আলোচনা সভা, স্কুল সমুহে চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগীতার মাধ্যমে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।

 

একুশে সংবাদ.কম/এ.হ.জা.হা

Link copied!