AB Bank
  • ঢাকা
  • সোমবার, ০৩ নভেম্বর, ২০২৫, ১৮ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মান্দায় সার ডিলারদের সিন্ডিকেটের বিরুদ্ধে সিপিবির প্রতিবাদ সভা



মান্দায় সার ডিলারদের সিন্ডিকেটের বিরুদ্ধে সিপিবির প্রতিবাদ সভা

“দুনিয়ার মজদুর এক হও, লড়াই কর” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর মান্দায় সার ডিলারদের সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) মান্দা উপজেলা কমিটি।

সোমবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার প্রসাদপুর বাজার চৌরাস্তার মোড়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা অভিযোগ করেন, মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় ডিলাররা সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করছেন। এতে সাধারণ চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং সময়মতো প্রয়োজনীয় পরিমাণ সার পাচ্ছেন না।

প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিপিবি মান্দা উপজেলা কমিটির সভাপতি কমরেড হাফিজুর রহমান। সভা পরিচালনা করেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড ফয়জুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সিপিবি কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ কমরেড ডা. এস. এম. ফজলুর রহমান। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা সিপিবির সাবেক সভাপতি নিশিত কুমার, সাবেক সাধারণ সম্পাদক কমরেড আব্দুস সোবহান, সহ-সাধারণ সম্পাদক কমরেড সেকেন্দার আলী, ওহিদুর রহমান, ইরাক, আব্দুল কুদ্দুস ও জাহাঙ্গীর আলম প্রমুখ।

বক্তারা বলেন, “ডিলারদের সিন্ডিকেটের কারণে কৃষকরা ন্যায্যমূল্যে সার পাচ্ছেন না। এতে কৃষি উৎপাদন ব্যাহত হচ্ছে। সরকার দ্রুত হস্তক্ষেপ না করলে এই সমস্যা আরও গভীর হবে।”

সভা শেষে অংশগ্রহণকারীরা বিক্ষোভ মিছিল বের করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে বলা হয়, সার ডিলাররা অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃত্রিম সংকট সৃষ্টি করছেন। এতে কৃষকরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। সিপিবি নেতারা উপজেলা প্রশাসনের কাছে সিন্ডিকেট ভেঙে সরকার নির্ধারিত দামে সার সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, “এই পরিস্থিতি অব্যাহত থাকলে কৃষকেরা ক্ষতিগ্রস্ত হবেন এবং লক্ষ্যমাত্রার ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।”

প্রসঙ্গত, স্মারকলিপিতে সভাপতি হিসেবে স্বাক্ষর করেন কমরেড হাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক হিসেবে স্বাক্ষর করেন কমরেড ফয়জুল ইসলাম।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!