চট্টগ্রাম মহানগরীর টেরিবাজার এলাকায় একটি হোটেল থেকে জামাত শিবিরের নেতা কর্মী সন্দেহে ৪৯ জনকে আটক করেছে করেছে পুলিশ। তাদের কোতোয়ালী থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।
সোমবার (১৬ মে) দিবাগত রাত ১টার দিকে টেরিবাজারের “আল বায়ান” নামক একটি ভাতের হোটেল থেকে তাদের আটক করা হয় বলে জানা যায়।
আটককৃতদের মধ্যে জামায়াত নেতা ছাড়াও টেরী বাজার ব্যবসায়ী সমিতির কয়েকজন সাবেক ও বর্তমান নেতা রয়েছে বলে নগর বিএনপির কয়েকজন নেতা জানান।
অভিযানের বিষয়টি স্বীকার করেছেন কোতোয়ালি জোনের এসি মুজাহিদুল ইসলাম। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।
তিনি আরো বলেন, রাতে একটি অভিযানে টেরীবাজার থেকে কয়েকজনকে ধরে আনা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে। সকালে বিস্তারিত বলতে পারব
কোতোয়ালি থানার ওসি (তদন্ত) রেজাউল করিম অভিযানের কথা স্বীকার করে বলেন কয়েকজনকে থানায় আনা হয়েছে। এখনো বিস্তারিত বলতে পারছি না।
এ ব্যাপারে জানতে নগর জামায়াত নেতাদের মোবাইলে ফোন করেও কাউকে পাওয়া যায়নি।
একুশে সংবাদকম/ম.ম.জা.হা