কুমিল্লার গোলাবাড়ি এলাকায় ঈদের জামাতে দুইপক্ষের গোলাগুলিতে একজন গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার (০৩ মে) সকাল ৮টায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান।
ওসি সহিদ এ বিষয়ে জানান, পূর্বশত্রুতার জের ধরে গোলাবাড়ি এলাকায় ওই এলাকার রুবেল ভূঁইয়া পিস্তল দিয়ে ‘ভূঁইয়া বাড়ি’ ঈদগাহ মাঠে ওই এলাকার মোস্তাক আহমেদকে গুলি করে। এ সময় ঈদগাহে থাকা মুসল্লিরা এদিক-সেদিক ছোটাছুটি করে। পরে গুলিবিদ্ধ মোস্তাককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার ডান হাঁটুতে গুলি লাগে।
তিনি আরও বলেন,‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তারা পালিয়েছে। এদিকে গোলাগুলির ঘটনায় ওই ঈদগাহে সকাল ৮টার পরিবর্তে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
গুলিবিদ্ধ মোস্তাকের ছোট ভাই মনির বলেন, কিছুদিন আগে রুবেল পূর্ব শত্রুতার জেরে আমাকে বেদম মারে। তার বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও পুলিশ তাদের গ্রেফতার করছে না। এর আগেও তিনি প্রকাশ্য অস্ত্র নিয়ে মহড়া দিয়েছে নগরীর চকবাজার এলাকায়।
একুশে সংবাদ/এসএস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

