AB Bank
ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অ্যান্ড আদার স্টোরিজ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি
০৮:৩৩ পিএম, ১৭ এপ্রিল, ২০২২
অ্যান্ড আদার স্টোরিজ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

ছবি: একুশে সংবাদ

স্বনামধন্য জনপ্রিয় শিক্ষাপ্রতিষ্টান চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) অনুষ্ঠিত হল প্রাঙ্গনে বিশিষ্ট কথা সাহিত্যিক, অনুবাদক এবং ইংরেজি বিভাগের শিক্ষক অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহর লেখা ‘অ্যা স্ট্রেঞ্জ কোইন্সিডেন্স অ্যান্ড আদার স্টোরিজ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্টিত হয়।

জানা যায়, সিআইইউ'র অ্যামেরিকান কর্নারে ইংরেজি বিভাগ বই বিষয়ক এই অনুষ্ঠানের আয়োজন করে।

বইটির লেখক সিআইইউ’র স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ জানান, বইটিতে মোট ১১টি গল্প রয়েছে। জীবনের বিভিন্ন পর্যায়ের অসংলগ্নতার বিষয়গুলোকে অত্যন্ত চমৎকারভাবে পাঠকদের জন্য ফুটিয়ে তোলা হয়েছে।

সিআইইউ’র ইংরেজি বিভাগের প্রধান রিফাত তাসনীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বইটির নানান দিক ও লেখকের চিন্তা-দর্শন নিয়ে আলোচনায় অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক তপন জ্যোতি বড়ুয়া, সারওয়ার মোরশেদ, সিআইইউ’র ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শাহ আহমেদ, প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের সহকারি অধ্যাপক আবদুর রহিম প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সিআইইউ’র প্রভাষক সানজিদা আফরীন। দু’পর্বে বিভক্ত অনুষ্ঠানের শেষে বইটি নিয়ে পাঠকদের নানান কৌতুহলের জবাব দেন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ। পরে তার সঙ্গে বই হাতে ছবি তোলেন সবাই।

একুশে সংবাদ/রাজিব শর্মা/এইচ  আই

Link copied!