নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী জেলার দ্বীপ হাতিয়ায় বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সন্ধায় ৭ হাজার মণ জাটকা ইলিশ জব্দ করেছে কোস্টগার্ড।
জব্দকৃত মাছগুলো তমরদ্দি কোস্টগার্ড টার্মিনালে এনে হতদরিদ্র ও এতিমখানায় বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম হোসেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শাহাজাহান, উপজেলা মৎস্য অফিসার অনিল চন্দ্র দাস'সহ আরো অনেকে।
হাতিয়া দক্ষিণ জোন কোস্ট গার্ড কমান্ডার লেফটেনেন্ট জেনারেল ইফতেকারুল আলম বলেন, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে হাতিয়ার নলচিরা ঘাট সংলগ্ন,মেঘনা নদী থেকে ইঞ্জিন চালিত ট্রলার তল্লাশি করে সাত হাজার মন জাটকা ইলিশ জব্দ করতে সক্ষম হয়। এছাড়া আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/সামছুদ্দিন/এইচ আই



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

