AB Bank
ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

থ্রি- হুইলার বন্ধে মহাসড়কে কঠোর অবস্থানে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৬:১৫ পিএম, ৩ অক্টোবর, ২০২১
থ্রি- হুইলার বন্ধে মহাসড়কে কঠোর অবস্থানে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ মহাসড়ক জুড়ে সাড়াশি অভিযান চালিয়েছে। এসময় হাইওয়ে পুলিশ মহাসড়কের আশুগঞ্জ, বিশ্বরোড, কুট্টাপাড়া, শাহবাজপুর, বিজয়নগর, চান্দুরা, ইসলামপুর, সাতবর্গ এলাকায় টহল বসিয়ে অভিযান পরিচালনা করে। রবিবার (৩ অক্টোবর ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে থ্রি হুইলার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করতে দেখা যায়।

এ সময় প্রায় ৮০টি সিএনজি ও বিভারটেক আটক করা হয়। নিষিদ্ধ থাকার সত্ত্বেও মহাসড়কে দাপিয়ে বেড়ানো থ্রি হুইলার সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি চালিত ইজিবাইক ও বিভারটেক মহাসড়কে চলাচলের সময় আটক করে ব্যবস্থা নেয়া হচ্ছে। মহাসড়কে দুর্ঘটনা এড়াতে হাইওয়ে পুলিশ নিষিদ্ধ ব্যাটারিচালিত অটোরিকশা ও সিএনজি চালিত অটোরিকশা আটক করে মামলা দায়ের করছে। সড়ক পরিবহন আইন ২০১৮ অনুসারে নির্দেশ অমান্যকারী প্রতিটি গাড়িকে মামলার মাধ্যমে দুই হাজার পাঁচ শত টাকা জরিমানা করা হয়। এদিকে থ্রি- হুইলার মহাসড়কে চলাচল বন্ধের লক্ষ্যে প্রচার, কমিউনিটি পুলিশিং সভা ও জনসচেতনতামূলক সভার আয়োজন করে জনগণকে সচেতন করাসহ মহাসড়কে চলাচলে নিরুৎসাহিত করা হচ্ছে। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজালাল আলম জানান, হাইকোর্ট ও সরকার থ্রি-হুইলার পরিবহন মহাসড়কে চলাচল নিষিদ্ধ করেছে। অভিযান চালিয়ে ৮০টি গাড়ি আটক করেছি। এসব যানবাহন কোনো অবস্থায় মহাসড়কে চলাচল করতে না পারে সে জন্য আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

 

একুশে সংবাদ /এনায়েত খান/ আশিক

Link copied!