AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

স্বেচ্ছা শ্রমের মাধ্যমে ভোগাই নদীতে বাঁধ নির্মান


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:৫৮ পিএম, ৮ এপ্রিল, ২০২১
স্বেচ্ছা শ্রমের মাধ্যমে ভোগাই নদীতে বাঁধ নির্মান

৬ বছর আগে ভাংগে যাওয়া নদীর বাঁধ কাম রাস্তা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নির্মান করছেন এডিপির সহায়তায় উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে এলাকাবাসী।

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা খলাভাংগা এলাকায় ভোগাই নদী বাঁধ কাম রাস্তার কাজ শুরু করা হয়েছে। নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুকছেদুর রহমান লেবু এ ৬ এপ্রিল মঙ্গলবার এ কাজেন উদ্বোধন করেন।

এলাকাবাসী সূত্রে জানায় ৬ বছর আগে ২০১৪ সালে পাহাড়ী ঢলে নালিতাবাড়ীর মরিচপুরান ইউনিয়নের খলাভাংগা এলাকায় ভোগাইনদীর প্রায় ১ হাজার ২শ  মিটার বাঁধ কাম রাস্তা ভেংগে যায়। বাঁধ ভেংগা থাকায় নদীতে পানি বৃদ্ধিপেলে ভাংগন অংশ দিয়ে পানি প্রবেশ করে মাঝেমধ্যেই নালিতাবাড়ীর কৃষকের ৪শ হেক্টর ও পার্শবর্তি হালুয়াঘাট উপজেলার আরও ৪শ হেক্টর জমির কৃষি ফসল তলিয়ে যায়। এই জমি নিয়ে এলাকার কৃষকগন দুশ্চিন্তায় থাকে।

তলিয় যাওয় এলাকার মধ্যে রয়েছে নালিতাবাড়ী উপজেলার মরিচপুরান, বাশকান্দা, খলাভাংগা, উল্লারপাড়, ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলার পাবিয়াজুড়ি, গোরকপুর ও মুকামিয়ার বিস্তির্ণ এলাকা। এলাকাবাসীর দূর্ভোগ লাগবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুকছেদুর রহমান লেবু বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় একটি প্রকল্প হাতে নেন। প্রকল্পের ৩১ লাখ টাকা ও এলাকাবাসীর সহায়তায় ভেংগে যাওয়া বাঁধের কাজ শুরু করেন। প্রকল্পের ৫০ শ্রমিক এর সাথে স্বেচ্ছা শ্রমেরভিত্তিতে  আরও প্রায় তিনশজন লোক প্রতিদিন ভাংগন মেরামতের কাজ করছে বলে স্থানিয়রা জানায়।

মরিচপুরান গ্রামের কৃষক মাশেদুল বলেন, ৫ বছর ধরে আবাদির ফসলের  দুিশ্চন্তার ছিলাম উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে অবসান হতে যাচ্ছে। 

নালিতাবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আলমগির হোসেন বলেন, খলাভাংগা এলাকায় অতিগুরুত্বপূর্ণ বাঁধটি সংস্কারের ফলে নালিতাবাড়ী উপজেলাধিন ৪শ হেক্টর আবাধিজমির নিশ্চিন্তে ফসল চাষকরা যাবে।

নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুকছেদুর রহমান লেবু বলেন, এলাকার দূর্ভোগ লাগবে এডিপির সহায়তায় এলাকাবাসীর ও উপজেলার অন্যান্য এলাকার লোকজনের অংশগ্রহনে আশাকরি রমজানের আগেই বাঁধ কাম রাস্তা নির্মানের কাজ শেষ করতে পারব।


একুমে সংবাদ/মো/আ

Link copied!