যারা মাদক বিক্রি ও সেবন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন নওগাঁর আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ।সেই সঙ্গে যারা মাদক বিক্রেতা ও সেবনকারীদের প্রশ্রয়দাতাকেও ছাড় দেয়া হবে না বলে জানান তিনি।
বৃহস্পতিবার সকালে ওসি তার নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
মাদক বিক্রেতাদের কড়া হুঁশিয়ারি দিয়ে ওসি আবুল কালাম আজাদ বলেন, মাদকের বিরুদ্ধে আত্রাই থানা পুলিশ কঠোর অবস্থানে। মাদকের ব্যাপারে কোনো ছাড় নেই। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করছি আমরা।
তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে কোনো আপস নেই। আত্রাই থানা পুলিশ জনগণের পাশে আছে। যে কোনো প্রয়োজনে বা যে কোনো মাদক বিক্রেতাদের তথ্য সরাসরি আমাকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে কাজ করতে উপজেলাবাসী সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- আত্রাই থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক, আত্রাই প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি তপন কুমার সরকার, সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন সেন্টু, সাংগঠনিক সম্পাদক নাজমুল হক নাহিদ, সাংবাদিক এমরান মাহমুদ প্রত্যয় প্রমূখ।
একুশে সংবাদ/ না.হ .না /এস



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

