রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার কবলে পড়েছে। এতে হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে, ভবনের ভেতর থেকে অনেকে দগ্ধ শরীর নিয়ে বাইরে বের হচ্ছেন। সেনাবাহিনীর গাড়িতে করে আহতদের উদ্ধার করে নিয়ে যেতেও দেখা গেছে।
এক প্রত্যক্ষদর্শী ফেসবুকে লিখেছেন, ‘ছোট ছোট শিক্ষার্থীরা পোড়া শরীর নিয়ে বেরিয়ে আসছে।’
আরেকজন লিখেছেন, ‘উত্তরার মাইলস্টোন কলেজের হোস্টেল ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমার ছোট বোন সেখান থেকেই খবর পাঠিয়েছে। ধারণা করা হচ্ছে, প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয়ে এ ঘটনা ঘটেছে। বিকট শব্দ শোনা গেছে। বাংলাদেশ সেনাবাহিনী ও উত্তরা আধুনিক মেডিকেল কলেজ কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।’
একুশে সংবাদ/এ.জে