রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হয়েছে। সোমবার (২১ জুলাই) দুপুরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে।
জানা গেছে, বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ কাজে ব্যবহৃত বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতর পড়েছিল। বিমানটি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই এতে আগুন ধরে যায়। বিমানে ছিলেন স্কোয়াড্রন লিডার তৌকির।
ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, দুপুর ১টা ২২ মিনিটের দিকে তাদের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে পাঠানো ৮টি ইউনিট কাজ করছে।
ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। দুর্ঘটনাস্থলে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের ভিড় জমেছে। ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যদেরও উপস্থিত থাকতে দেখা গেছে।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়েছে। বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করেছিল।
একুশে সংবাদ/চ.ট/এ.জে