ঢাকার মূল সড়কে আর কোনো রিকশা চলাচল করতে পারবে না—এমন ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। মঙ্গলবার (১৩ মে) আসাদগেটে ব্যাটারিচালিত অবৈধ রিকশা বন্ধে পরিচালিত অভিযানে তিনি জানান, এসব রিকশা কেবল অভ্যন্তরীণ সড়কে চলাচল করতে পারবে।
তিনি বলেন, রাজধানীতে প্রায় ২০ শতাংশ দুর্ঘটনার পেছনে দায়ী এসব ব্যাটারিচালিত রিকশা। এগুলোর নিয়ন্ত্রণহীন গতি ও নিরাপত্তাবিধিহীন নির্মাণে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়ছে। ফলে, ডিএনসিসি ডেসকোর সহায়তায় চার্জিং পয়েন্ট ও ওয়ার্কশপ বন্ধে পদক্ষেপ নিচ্ছে।
ডিএনসিসি প্রশাসক জানান, সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং দুর্ঘটনা কমাতে নিরাপদ ব্যাটারিচালিত রিকশার জন্য বুয়েটের সহায়তায় একটি নকশা তৈরি করা হয়েছে। অনুমোদিত কোম্পানিগুলো সে অনুযায়ী রিকশা প্রস্তুতের অনুমতি পেয়েছে। একইসঙ্গে চালকদের প্রশিক্ষণ ও লাইসেন্স প্রদানের উদ্যোগও চলতি মাসেই শুরু হবে। প্রশিক্ষণে উত্তীর্ণ চালকরাই নির্ধারিত এলাকায় বৈধভাবে রিকশা চালাতে পারবেন। একটি জাতীয় পরিচয়পত্রের বিপরীতে একটি লাইসেন্স দেওয়া হবে এবং এক এলাকার রিকশা অন্য এলাকায় যেতে পারবে না।
ডিএনসিসি ও ডিএমপি যৌথভাবে চালানো অভিযানে মূল সড়কে চলা প্রায় ৩০টি ব্যাটারিচালিত রিকশা জব্দ করা হয়েছে। উপস্থিত ছিলেন অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা আ ন ম বদরুদ্দোজা, প্রকৌশলী খন্দকার মাহবুব আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এই উদ্যোগ রিকশা খাতে শৃঙ্খলা ফেরানো ও যাত্রী ভোগান্তি কমাতে বড় পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
একুশে সংবাদ/ আ.ট/এ.জে