AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গণঅভ্যুত্থান স্মরণে ইবি শিক্ষার্থীর ৩৬ কিলোমিটার ম্যারাথন



গণঅভ্যুত্থান স্মরণে ইবি শিক্ষার্থীর ৩৬ কিলোমিটার ম্যারাথন

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ জুলাই স্মরণে ৩৬ কিলোমিটার ম্যারাথন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজ্জাতুল্লাহ শেখ। তিনি বিশ্ববিদ্যালয়ের আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

মঙ্গলবার কুষ্টিয়ার কুমারখালি থেকে সকাল সাড়ে ৭ টায় তিনি ম্যারাথন শুরু করেন। দীর্ঘ ৪ ঘন্টার ম্যারাথন শেষে বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পৌঁছান। তিনি এই ম্যারাথন জুলাই-আগস্ট আন্দোলনের শহীদ ও আহতদের প্রতি উৎসর্গ করেন।

সাজ্জাতুল্লাহ বলেন, ৩৬ জুলাই আমাদের কাছে একটি আবেগের দিন। গতবছর এই দিনেই ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। তাই এই দিনকে স্মরণীয় করে রাখতে আমি ৩৬ কিলোমিটার ম্যারাথন সম্পন্ন করেছি। দৌঁড়ে হাঁটুতে কিছুটা ব্যথা হলেও ঠিকঠাক সম্পন্ন করতে পেরেছি। 

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদদের মাগফিরাত কামনা ও সকল আহতদের সুস্থতা কামনা করছি। নতুন বাংলাদেশে জুলাইয়ের চেতনা, বৈষম্যহীন সমাজ গঠন এবং সম্প্রীতি ও জাতীয় ঐক্য বজায় রেখে সামনের পথ চলতে হবে। সকল আধিপত্যবাদ থেকে দেশকে মুক্ত রাখতে ফ্যাসিবাদ বিরোধী সকল সংগঠন ও জনগণদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশবাসীকে জুলাইয়ের চেতনা ধারণ করে আগামীর পথচলাে আহ্বান জানাচ্ছি।


একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!