জুলাই বিপ্লব ও শহিদদের স্মরণে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে গণ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৭ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর থেকে পদযাত্রার শুরু হয়। পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে দিয়ে ছাত্রহল-২ ও ছাত্রহল-১ সংলগ্ন রাস্তা অতিক্রম করে একাডেমিক ভবনের এলিভেটর হয়ে পুরো বিশ্ববিদ্যালয় চত্বর প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্তরে এসে শেষ হয়।
পদযাত্রা চলাকালে শিক্ষার্থীরা হাতে ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে বিভিন্ন স্লোগানে ক্যাম্পাসকে মুখরিত করেন। তাদের কণ্ঠে উচ্চারিত হচ্ছিল- "কোটা না মেধা? মেধা মেধা", "জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে", "আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে", "আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না", "আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই"," বিচার বিচার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই", আ.লীগের ঠিকানা, এই বাংলায় হবেনা",— এমন বহু স্লোগান, যা আন্দোলনের স্মৃতিকে আবারো জাগিয়ে তোলে।
গণ পদযাত্রায় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা।
উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুল আওয়াল বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে পাবিপ্রবি। তারই অংশ হিসেবে আজকের এই গণ পদযাত্রা আয়োজন করা হয়েছে। যারা শহীদ হয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি; আহতদের সুস্থতা কামনা করি এবং তাঁদের পরিবারের প্রতি জানাই সহমর্মিতা।"
তিনি আরও বলেন, “বিগত বছরগুলোতে বাংলাদেশে গণতন্ত্র ছিল না। বরং একনায়কতন্ত্র ও হাইব্রিড রেজিমের সূচনা হয়েছিল। সেই শাসনব্যবস্থার বিরুদ্ধে আমাদের ছাত্রসমাজ যে সংগ্রাম করেছে, তা মূলত একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক দেশ গঠনের আন্দোলন। তাঁদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই পদযাত্রার আয়োজন করেছি।”
একুশে সংবাদ/এ.জে