গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন নতুন করে ২০৪ জন। এর মধ্যে বরিশাল বিভাগেই শনাক্ত হয়েছে অর্ধেক, অর্থাৎ ১০১ জন। তবে স্বস্তির খবর, এই সময়ের মধ্যে কোনো মৃত্যু হয়নি।
শুক্রবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।
বিভাগভিত্তিক আক্রান্তের চিত্র:
বরিশাল বিভাগ: ১০১ জন
ঢাকা দক্ষিণ সিটি: ৩৮ জন
ঢাকা উত্তর সিটি: ১৯ জন
ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চল: ২২ জন
চট্টগ্রাম বিভাগ: ৯ জন
রাজশাহী বিভাগ: ১০ জন
ময়মনসিংহ বিভাগ: ৫ জন
একই সময়ে সারাদেশে ২৫৪ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছর মোট ১০ হাজার ৩৩৬ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
মোট চিত্র (২০২৫ সালের শুরু থেকে):
হাসপাতালে ভর্তি: ১১ হাজার ৬৬০ জন
মৃত্যু: ৪৫ জন
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ডেঙ্গুর প্রকোপ কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও বরিশালসহ কয়েকটি অঞ্চলে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। সংস্থাটি সবার প্রতি মশা নিয়ন্ত্রণে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।
একুশে সংবাদ//ঢা.প//র.ন