AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

কুবি আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন আইন বিভাগ



কুবি আন্তঃবিভাগ ক্রিকেটে চ্যাম্পিয়ন আইন বিভাগ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আন্তঃবিভাগ ক্রিকেট প্রতিযোগিতা ২০২৫ এ রসায়ন বিভাগকে ১৩৮ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আইন বিভাগ। 

মঙ্গলবার (২৭ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলার পুরস্কার বিতরণী সভায় সভাপতিত্ব করেন সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

প্রথম ইনিংসে আইন বিভাগ ব্যাটিং করে ১৫ ওভার খেলে ৪ উইকেট হারিয়ে ২১৭ রান সংগ্রহ করে। রসায়ন বিভাগ ২১৮ রানের টার্গেটে নেমে ২য় ইনিংসে ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করতে সক্ষম হয়। 

এই খেলায় ম্যান অব দ্যা ফাইনাল হিসেবে মনোনীত হয় আইন বিভাগের শিক্ষার্থী আবু নূরে মুস্তাক এবং প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট হিসেবে মনোনীত হয় একই বিভাগের শিক্ষার্থী হৃদয় আহমেদ।

খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে চ্যাম্পিয়ন, রানার্সআপ এবং তৃতীয় স্থান অর্জনকারীসহ সকলকে পুরস্কার প্রদান করা হয়।

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক মনিরুল ইসলামের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান বলেন, ‍‍`প্রতিযোগিতামূলক পরিবেশে সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য জয়ী এবং বিজিত উভয় দলকে অভিনন্দন জানাচ্ছি। খেলায় হার-জিত থাকবে এটাই স্বাভাবিক। দীর্ঘদিন নানান কারণে আমাদের খেলা বন্ধ ছিল এখন আবার সব খেলা সুন্দর মতো চলতেছে তাই ক্রীড়া পরিচালনা কমিটিসহ সকলকে ধন্যবাদ জানাচ্ছি।‍‍`

সভাপতি ও ক্রীড়া পরিচালনা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন বলেন, ‍‍`ছাত্রদের কাজ হচ্ছে পাঠে এবং মাঠে। আমরা দায়িত্ব নিয়ে মাত্র পাঁচ মাসে এক বছরের সকল খেলা সম্পন্ন করতে পেরেছি। আমাদেরকে সহযোগিতা করার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আইন বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে তাদেরকে অভিনন্দন জানাচ্ছি।‍‍`

তিনি আরো বলেন,‍‍` সামনে আমরা আরো স্পোর্টস বাড়ানোর চেষ্টা করব। আমরা আশাবাদী সামনের খেলাগুলোও সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। ‍‍`

উল্লেখ্য, উক্ত টুর্নামেন্টে বাংলা বিভাগকে হারিয়ে তৃতীয় স্থান অর্জন করেছে অর্থনীতি বিভাগ।


একুশে সংবাদ/এ.জে

Link copied!