খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) জীববিজ্ঞান স্কুল এবং চীনের শ্যামেন বিশ্ববিদ্যালয়ের উপকূলীয় ওয়েটল্যান্ড ইকোসিস্টেম বিষয়ক শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ কী ল্যাবরেটরির মধ্যে আজ (৮ মে) একটি সমঝোতা স্মারক (M0U) স্বাক্ষরিত হয়েছে।
সকাল ৯টায় ভার্চুয়াল অনুষ্ঠানে খুলনা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী এবং শ্যামেন বিশ্ববিদ্যালয়ের কী ল্যাবরেটরির পরিচালক প্রফেসর ড. ইহুই ঝাং (Yihui Zhang) আনুষ্ঠানিকভাবে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা, তথ্য ও প্রযুক্তি বিনিময় এবং সাংস্কৃতিক সহযোগিতার সুযোগ তৈরি হবে। উপকূলীয় অঞ্চল ও জীববৈচিত্র্য সংরক্ষণে গবেষণার এই উদ্যোগ বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন, “এই চুক্তি একাডেমিক উৎকর্ষতা এবং আন্তর্জাতিক সহযোগিতার এক নতুন দিগন্ত উন্মোচন করবে। এটি কেবল একটি MoU নয়, বরং একটি যৌথ প্রতিশ্রুতি, যা টেকসই উন্নয়ন ও জলবায়ু সংকট মোকাবিলায় আমাদের সক্ষমতা বাড়াবে।”
তিনি আরও বলেন, “শ্যামেন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতা ও দক্ষতা বাংলাদেশের উপকূলীয় গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে এবং এটি খুলনা বিশ্ববিদ্যালয়ের কৌশলগত লক্ষ্য পূরণে সহায়ক হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুনর রশীদ খান, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম হোসেন, অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. লুঝেন চেন (Luzhen Chen) এবং MoU স্বাক্ষরের উদ্যোগ গ্রহণকারী পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ আশিক উর রহমান এবং প্রাক্তন পরিচালক প্রফেসর ড. মোঃ মুরছালিন বিল্লাহ।
এই চুক্তির মাধ্যমে দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে দীর্ঘমেয়াদে একটি কার্যকর ও ফলপ্রসূ অংশীদারিত্ব গড়ে উঠবে বলে আশা করা হচ্ছে।
একুশে সংবাদ/খুবি.প্র/এ.জে
আপনার মতামত লিখুন :