গোপালগঞ্জ-১ (কাশিয়ানী ও মুকসুদপুর) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবদুল হামীদ পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন।
রবিবার (৬ জুলাই) মুকসুদপুর উপজেলার জলিরপাড় ইউনিয়নের বানিয়ারচর বাজার থেকে তিনি এ গণসংযোগ শুরু করেন। পরে তিনি ক্যাথলিক চার্চ এর ফাদার ডেভিড ঘরামীর সাথে মতবিনিময় এবং ব্রোঞ্জ মার্কেটে গণসংযোগ করেন। এছাড়া মুকসুদপুর উপজেলার গোহালা ইউয়নিয়নের দক্ষিণ গঙ্গারামপুরে জুলাই অভুত্থানে যাত্রাবাড়ীতে নিহত বাবু মোল্লার পরিবারের খোঁজ-খবর নেন এবং শোকাহত পরিবারের মাঝে মৌসুমি ফল প্রদান করেন।
পরে ওই ইউনিয়নের বৈদ্যবাড়ি মোড়ে অনুষ্ঠিত এক পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা মসলিসে শুরা সদস্য ও জামায়াতে ইসলামী মনোনীত গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী একাংশ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবদুল হামীদ।
সভায় সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী জলিরপাড় ইউনিয়নের সভাপতি ফকির মিরাজ আলী শেখ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী গোপালগঞ্জ জেলা শাখার সেক্রেটারী মোহাম্মাদ আল-মাসুদ খান, মুকসুদপুর পৌরসভার আমীর কবির হোসেন, ননীক্ষীর ইউনিয়নের সভাপতি জাহিদুর রহমান, গোহালা ইউনিয়নের সভাপতি ইসমাইল হোসেন সিরাজি, কাশালীয়া ইউনিয়নের সেক্রেটারী মাহামুদ হাসান, মাওলানা আবু নোমান, আবুল বাসার মল্লিকসহ স্থানীয় নেতাকর্মীরা।
মাওলানা আবদুল হামীদ বলেন, আপনারা যদি আমাকে জাতি, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকলে মিলে ভোট দেন তাহলে আমি সংসদ সদস্য নির্বাচিত হতে পারব। সদস্য নির্বাচিত হলে আমি সংসদে গিয়ে আপনাদের পক্ষ হয়ে ন্যায্য অধিকার আদায়ের কথা বলব। এই দল দুঃখি মানুষের পাশে থাকে, আমাদের দেশে সংখ্যালঘু বলে কোনো কথা থাকবে না। আমাদের দেশে নির্যাতিত এবং নিপীড়িত মানুষ যেখানে থাকবে তার পাশে জামায়াতে ইসলামী থাকবে, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। আগামী সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামকে ভোট দিয়ে সংসদে কথা বলার সুযোগ করে দিলে কৃতজ্ঞ থাকব।
একুশে সংবাদ/গো.প্র/এ.জে