AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাকৃবিতে অগ্নিকাণ্ড মোকাবিলা বিষয়ক প্রশিক্ষণ



বাকৃবিতে অগ্নিকাণ্ড মোকাবিলা বিষয়ক প্রশিক্ষণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অগ্নিকাণ্ডের মতো দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি বাড়াতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহারের বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

আজ ( ৫ মে) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণে এই প্রশিক্ষণের আয়োজন করেছেন কেন্দ্রীয় লাইব্রেরির ভারপ্রাপ্ত লাইব্রেরিয়ান কৃষিবিদ বোরহান উদ্দীন। 
কর্মসূচিতে ফায়ার সার্ভিসের সদস্যরা অংশগ্রহণকারীদের বিভিন্ন ধরনের অগ্নি নির্বাপক যন্ত্রের প্রকারভেদ, ব্যবহার পদ্ধতি ও জরুরি পরিস্থিতিতে করণীয় সম্পর্কে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ ।

উদ্যোক্তারা জানান, লাইব্রেরির মতো গুরুত্বপূর্ণ স্থানে অগ্নি-নিরাপত্তা নিশ্চিত করতে এই প্রশিক্ষণ অত্যন্ত জরুরি ছিল। লাইব্রেরির কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরাও এ মহড়ায় অংশ নেন।

এই উদ্যোগ সম্পর্কে লাইব্রেরিয়ান বোরহান উদ্দীন বলেন, "লাইব্রেরিতে প্রায় ৪০ কোটি টাকার মূল্যবান পুস্তক ও গবেষণাসামগ্রী সংরক্ষিত থাকে। এছাড়াও ১৯৬২ সাল থেকে শুরু করে বর্তমান পর্যন্ত সকল পত্রিকার রেকর্ড দস্তাবেজ । তাই অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় আমাদের প্রস্তুত থাকতে হবে। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজন করার পরিকল্পনা রয়েছে।"
 

 

একুশে সংবাদ/বাকৃবি.প্র/এ.জে

Shwapno

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!