AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিপ্রবিতে রিজেন্ট বোর্ডের ৫৫তম সভা অনুষ্ঠিত



পবিপ্রবিতে রিজেন্ট বোর্ডের ৫৫তম সভা অনুষ্ঠিত

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) রিজেন্ট বোর্ডের ৫৫তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  (৩০ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রিজেন্ট বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. কাজী রফিকুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও রিজেন্ট বোর্ড সচিব অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিনের সঞ্চালনায় সভায় অংশ নেন প্রো-ভাইস চ্যান্সেলর ও রিজেন্ট বোর্ড সদস্য অধ্যাপক ড. এস. এম হেমায়েত জাহান, ট্রেজারার অধ্যাপক মো. আব্দুল লতিফ এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব নুরুন আক্তার।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর মহাপরিচালক অধ্যাপক ড. মো. আবুল কালাম আজাদ, বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক শাকিলা বেগম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের (অব.) অধ্যাপক ড. মো. জহির উদ্দীন, কীটতত্ত্ব বিভাগের (অব.) অধ্যাপক ড. খন্দকার শরিফুল ইসলাম, ফিজিওলজি বিভাগের অধ্যাপক ড. নাজিম আহমাদ এবং বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. ইউনুচ আলী সিদ্দিকী।

সভায় আরও অংশ নেন পবিপ্রবির এন্টোমলজি বিভাগের অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের অধ্যাপক মোহাম্মদ জামাল হোসেন, ইনোভা আইটি’র ব্যবস্থাপনা পরিচালক মো. শরফুদ্দিন, পটুয়াখালী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মতিউর রহমান এবং বরগুনা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো. মতিউর রহমানসহ অন্যান্য সদস্যরা।

সভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক, একাডেমিক ও উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং একাধিক সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, “রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্যদের সর্বসম্মতিতে আমরা গভীর পর্যালোচনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন ও সুশাসন নিশ্চিতকরণে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেছি। শিক্ষার গুণগত মান ও গবেষণায় উৎকর্ষতা অর্জনের লক্ষ্যে এই সিদ্ধান্তসমূহ কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।”

 

একুশে সংবাদ//পবিপ্রবি.প্র//এ.জে
 

Shwapno

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!