পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাৎস্য বিজ্ঞান অনুষদের নতুন ডিন হিসাবে নিয়োগ পেয়েছেন অনুষদটির ফিসারিজ টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মোঃ সাজেদুল হক। গত ৪ মার্চ পবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এটা জানানো হয়।
অফিস আদেশে আরো জানানো হয়, এ দায়িত্ব পালনসূত্রে বিশ্ববিদ্যালয় বিধি মোতাবেক তিনি আর্থিক ও অন্যান্য সুবিধা প্রাপ্য হবেন। কতৃপক্ষ প্রয়োজনবোধে যেকোনো সময় এ আদেশ প্রত্যাহার, সংশোধন বা পরিবর্তন করার ক্ষমতা সংরক্ষণ করেন।
এর আগে অনুষদটির ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রফেসর ড. মোঃ মোয়াজ্জেম হোসেন ।
উল্লেখ্য, প্রফেসর ড. সাজেদুল হক আগামী ২ বছরের জন্য মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করবেন।
একুশে সংবাদ// এ.জে
আপনার মতামত লিখুন :