আসন্ন ঈদ-উল আজহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজ ১০ দিনের ছুটি পেয়েছে। কলেজ সমুহ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ১৩ জুন ২০২৪ খ্রি. (বৃহস্পতিবার) থেকে ২৩ জুন ২০২৪ খ্রি. (রবিবার) পর্যন্ত স্থগিত থাকবে শ্রেণী কার্যক্রম।
তবে সরকারি ছুটি ব্যতীত অন্যান্য দিনগুলোতে কলেজের অফিস ও বিভাগসমূহ খোলা থাকবে এবং দাপ্তরিক কার্যক্রম চলবে। স্ব স্ব বিভাগের দায়িত্বপ্রাপ্ত একজন শিক্ষক সকাল সাড়ে ৯ টায় কলেজের উপস্থিত হয়ে দুপুর ২ টা পর্যন্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করবেন।
আগামী ২৪ জুন থেকে যথারীতি রুটিন অনুযায়ী ক্লাসসমূহ চলমান থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
একুশে সংবাদ/ এস কে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

