AB Bank
ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘ঈদে অনেক উপহার পেলেও নতুন টাকার নোট পাইনি’


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:৫৬ পিএম, ৪ এপ্রিল, ২০২৪
‘ঈদে অনেক উপহার পেলেও নতুন টাকার নোট পাইনি’

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাস সংলগ্ন শেখাপাড়া ও শান্তিডাঙ্গা গ্রামের দরিদ্র পরিবারের শিশুরা পড়াশোনা করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘কাম ফর রোড চাইল্ড’ (সি আর সি) বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক পরিচালিত অবৈতনিক স্কুলে। সমাজের আর আট দশটা শিশুদের মতোই তাঁদেরও স্বাদ-আহ্লাদ রয়েছে। তবে তা পূরণ করার মানুষের বড্ড অভাব। সৃষ্টিকর্তা তাদেরকে সেই সামর্থ্য দেয়নি। তাই তারা বেশিরভাগ শখ পূরণে বাস্তবতার কাছে হেরে যায়।

তবে এবার তাদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ‘রোটার‍্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটি।’ তারা অন্তত ষাট জন দরিদ্র পরিবারের শিশুর মাঝে ঈদ উপহার হিসেবে নতুন টাকা ও চকোলেট দিয়েছে। এ ঈদ উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে তারা। অভিভাবকরাও ব্যতিক্রমী এ আয়োজনের প্রশংসা করেছেন।

উপহার পেয়ে আনন্দিত এক শিশু জানায়, ‘ঈদে পরিবারের সদস্য ও অন্যান্যদের থেকে বিভিন্ন উপহার পাই। তবে এভাবে নতুন টাকার নোট পায়নি।’ উপহার পাওয়া আরও বেশ কয়েকজন শিশু জানায়, ‘এটি আমাদের পাওয়া প্রথম ঈদ সালামী। আমরা খুবই আনন্দিত।’

সংগঠনটির সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদের নেতৃত্বে সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাসেল ও ক্লাব সার্ভিস ডিরেক্টর রাশেদুল ইসলামসহ ক্লাবের অন্য সদস্যরা এ আয়োজনে উপস্থিত ছিলেন। এসময় অতিথি ছিলেন রোভার স্কাউট বিশ্ববিদ্যালয় ইউনিট কাউন্সিলের সভাপতি মুসা হাসেমী।

রোটার‍্যাক্ট ক্লাবের এ কার্যক্রমে অংশ নিয়ে রোভার স্কাউট বিশ্ববিদ্যালয় ইউনিট কাউন্সিলের সভাপতি মুসা হাসেমী বলেন, ‘আমি এর আগে অনেক কর্মসূচিতে অংশ নিয়েছি কিন্তু আজকের এই কার্যক্রম পুরোপুরি ব্যতিক্রমী। সাধারণত আমরা পরিবারের ছোটদেরকে ঈদ সালামী দিয়ে থাকি। কিন্তু রোটার‍্যাক্ট ক্লাব যেভাবে ছিন্নমূল পরিবারের শিশুদের মুখ হাসি ফুটিয়েছে এটি প্রসংসার দাবিদার। এই কার্যক্রম গতানুগতিক চিন্তা থেকে বেরিয়ে আমাদেরকে ভিন্নভাবে চিন্তা করতে উদ্বুদ্ধ করবে।’

রোটার‍্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটির সভাপতি মুনজুরুল ইসলাম নাহিদ বলেন, ‘ক্যাম্পাস সংলগ্ন এলাকার ছিন্নমূল পরিবারের শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই আমাদের এ কার্যক্রম। ঈদ সালামী শিশুদের ঈদ আনন্দ অনেকগুণ বাড়িয়ে দেয়। সেই চিন্তা থেকেই আমরা এ উদ্যোগ নেই। এসব শিশু শিক্ষার্থী ও তাদের পরিবারের চোখেমুখে যে খুশীর ঝিলিক দেখেছি এটি আমাদের প্রচেষ্টার তুলনায় অনেক বড় প্রাপ্তি।’

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!