পূর্ব শত্রুতার জের ধরে ফের সংঘর্ষে জড়িয়ে পড়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের দুটি উপগ্রুপ।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ৭টায় সংঘর্ষ শুরু হয়। উভয় পক্ষ নিজ নিজ হলে অবস্থান করে ইটপাটকেল নিক্ষেপ করছে।
সংঘর্ষে লিপ্ত গ্রুপ দুটি হলো চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার (সিএফসি) এবং সিক্সটি নাইন। এরআগে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) বিকেল থেকে কয়েক দফা সংঘর্ষে জড়ায় গ্রুপ দুটি। এতে চার ছাত্রলীগ কর্মী আহত হন।
সিএফসি গ্রপ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। যার নেতৃত্ব দেন শাখা ছাত্রলীগের সহ-সভাপতি সাদাফ খান।
অন্যদিকে সিক্সটি নাইন গ্রুপ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিতি। এ গ্রুপের নেতৃত্ব দেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু।
একুশে সংবাদ/জা.নি/না.স



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

