ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ কেন্দ্রে অংশ নেন ১৫৩৫ জন যা উক্ত কেন্দ্রে বিন্যাসিত আসনের ৭০ শতাংশ।
শুক্রবার (১৬ জুন), ঢাকার ১৪ টি কেন্দ্রে সকাল ১১ টা থেকে ১২ টা পর্যন্ত একসাথে অনুষ্ঠিত হয়েছে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। যার মধ্যে একটি কেন্দ্র ছিলো সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।
ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে কলেজ প্রশাসনের পক্ষ থেকে সকল প্রস্তুতি গ্রহণ করেন যেখানে সূত্রাপুর থানা আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারের বিভিন্ন বাহিনী সর্বাত্বক সহযোগিতা করেন। এছাড়াও সোহরাওয়ার্দী কলেজ ছাত্রলীগ, রোভার স্কাউট, বিএনসিসি, স্বেচ্ছাসেবী সংগঠন ও বিভিন্ন জেলা ভিত্তিক ছাত্র কল্যাণ সমিতিগুলো পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হতে সর্বাত্মক সহযোগিতা করে।
পরীক্ষা চলাকালীন উক্ত কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ মোহসিন কবীর ও উপাধ্যক্ষ অধ্যাপক ড. ফরিদা ইয়াসমিন ভর্তি পরীক্ষা সার্বক্ষনিক পর্যবেক্ষণ করেন। তাঁরা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করেন।
পরীক্ষা শেষে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায় পরীক্ষার প্রশ্নপত্র মানসম্মত হয়েছে এবং পরীক্ষা ভালো হওয়ার তারা বেশ আশাবাদী। পাশাপাশি কেন্দ্রের সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা দিতে পেরে সন্তুষ্ট।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে এবছর সাত কলেজের ভর্তিপরীক্ষায় সর্বমোট ২৩ হাজার ৪৯০ টি আসনের বিপরীতে আবেদন করেছে ১ লাখ ১ হাজার ২৯ জন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী। যার মধ্যে বিজ্ঞান ইউনিটে ৩৮ হাজার ৪৯৫ জন, কলা ও সামাজিক বিজ্ঞন অনুষদে ৩৭ হাজার ২৮২ জন এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ২৫ হাজার ২৫২ জন।
একুশে সংবাদ/এসএপি
আপনার মতামত লিখুন :