সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে অধ্যয়নরত বাগেরহাট জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদ’ এর নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক (১) বছরের জন্য বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদের এই নতুন আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সভাপতি হয়েছেন ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কাজী মাহফুজুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের ইসলামিক স্টাডিস বিভাগের শিক্ষার্থী মোঃ রাজিবুল্লাহ।
বুধবার (১৪ জুন) সংগঠনটির উপদেষ্টামন্ডলী ইংরেজি বিভাগের প্রভাষক চৈতি রায়, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক কৃষ্ণ চন্দ্র মজুমদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক আফরোনা বিথী এবং দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মইনুল ইসলামের সর্বসম্মতিক্রমে এই নতুন আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে সহ-সভাপতি জয় প্রকাশ, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুন নাহার জয়া, নওফেল শাহরিয়ার এবং মিজানুর রহমান। সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন আসিফ চৌধুরী, নাদিম হাসান এবং মিথিলা হালদার।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন দপ্তর সম্পাদক গাজী মিল্লাত মাহমুদ, উপ-দপ্তর সম্পাদক রুবেল ভূঁইয়া, প্রচার সম্পাদক আশিকুর ইসলাম, উপ-প্রচার সম্পাদক আরিয়ান আহমেদ বাইজিদ, ছাত্রী বিষয়ক সম্পাদক মোছা আসমা আক্তার এবং সহ সম্পাদক বাইজিদ ইসলাম।
সভাপতি কাজী মাহফুজুর রহমান বলেন, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়ার পর দেশের বিভিন্ন জেলা থেকে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা দিতে ঢাকায় আসেন। তাদের মধ্যে বাগেরহাট থেকেও অনেক শিক্ষার্থী আসেন। তাদের সার্বিকভাবে সহযোগিতা করার লক্ষে আমাদের এ উদ্যোগ। আমরা বাগেরহাট জেলা ছাত্রকল্যাণ পরিষদ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সকল সাধারণ শিক্ষার্থীদের পাশে সবসময় থাকবো।
সাধারণ সম্পাদক মোঃ রাজিবুল্লাহ বলেন, অনেক দিন ধরে আমার একটি ইচ্ছে ছিল সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে নিজ জেলা বাগেরহাটের একটি ছাত্রকল্যাণ পরিষদ করা সেই লক্ষে কাজ করে যাচ্ছিলাম। নিজ হাতে নিজের জেলার ছাত্রকল্যাণ পরিষদ গঠন করে আমার সে কাঙ্ক্ষিত ইচ্ছে পূরণ করতে পেরে মহান আল্লাহর নিকট শুকরিয়া আদায় করছি। অধিভুক্ত সাত কলেজে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে ভর্তি পরীক্ষা দিতে আসা বাগেরহাট জেলার ছাত্র-ছাত্রীদের সাহায্য করাসহ সকল প্রকার সামাজিক কাজে আমরা অংশগ্রহণ করবো।
একুশে সংবাদ.কম/আ.ও/বিএস
আপনার মতামত লিখুন :