AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহবাগ মোড়ে ঢাবি শিক্ষার্থীদের অবরোধ



শাহবাগ মোড়ে ঢাবি শিক্ষার্থীদের অবরোধ

বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের গ্রেপ্তারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

 

শনিবার (১ এপ্রিল) সকাল ১১ টার দিকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।

 

আজ সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সাধারণত শিক্ষার্থীদের ব্যানারে মিছিল নিয়ে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন।

 

এ সময় যান চলাচল বন্ধ থাকে। শিক্ষার্থীরা মতিউর রহমানের শাস্তির দাবি জানান। প্রথম আলো সব সময়ই দেশবিরোধী ষড়যন্ত্রের সাথে লিপ্ত বলে অভিযোগ করেন আন্দোলনকারীরা। প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় মতিউর রহমানের কুশ পুত্তলিকা দাহ করা হয়।

 

এদিকে একই জায়গায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গ্রেপ্তার প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান শামস জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর। এ সময় জাবি শিক্ষার্থীরা তাঁর মুক্তিরও দাবি জানান।

 

শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হঠাৎ কর্মসূচি পালনকালে জাতীয় জাদুঘরের সামনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মানববন্ধনের পাশে এসে তারা স্লোগান গান দিতে থাকেন। পরে কর্মসূচি ঘোষণা দিয়ে মানববন্ধন শেষ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা 

 

উল্লেখ্য, স্বাধীনতা দিবসের দিন দৈনিক প্রথম আলোয় একটি প্রতিবেদন মিথ্যা তথ্য দিয়ে প্রকাশের অভিযোগে প্রথম আলোর সাভার প্রতিনিধি সাংবাদিক শামসুজ্জামান শামসকে গ্রেপ্তার করে পুলিশ। তার গ্রেপ্তারের পর পক্ষে বিপক্ষে নানা যুক্তি উপস্থাপন করে নানা মহল। এরই ধারাবাহিকতায় আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহবাগ মোড়ে পাল্টাপাল্টি কর্মসূচি

 

একুশে সংবাদ.কম/স.ট.প্র/জাহাঙ্গীর

Shwapno

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!