AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১২ মে, ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবির দুই ছাত্র হলে নতুন প্রভোস্ট নিয়োগ



ইবির দুই ছাত্র হলে নতুন প্রভোস্ট নিয়োগ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রদের দুই আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে প্রশাসন। এতে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী ও লালন শাহ হলের প্রভোস্ট হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান নিয়োগ পেয়েছেন।

সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আগামী ১৫ মে থেকে তারা দায়িত্ব গ্রহণ করবেন।

এতে বলা হয়, আগামী ১৪ মে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ. বি. এম জাকির হোসেন এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আকতার হোসেনের দায়িত্বের মেয়াদ শেষ হবে। ফলে ১৫ মে থেকে আগামী এক বছরের জন্য শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী এবং লালন শাহ হলের প্রভোস্ট হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খানকে নিয়োগ দিয়েছেন উপাচার্য। এ দায়িত্ব পালনের জন্য তারা নিয়ম অনুযায়ী সকল সুযোগ সুবিধা পাবেন।

দায়িত্বের বিষয়ে লালন শাহ হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান বলেন, আমি সততা ও নিষ্ঠার সঙ্গে আমার দায়িত্ব পালনের চেষ্টা করব। হলের যেসব জায়গায় কাজ করলে শিক্ষার্থীরা উপকৃত হবে আমি সেসব কাজ করব৷ সর্বোপরি হলকে এগিয়ে নিতে আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে৷

শহীদ জিয়াউর রহমান হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, আমি শিক্ষার্থীদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। শিক্ষার্থীদের কল্যাণে যেসব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো দূর করতে আমি আন্তরিকভাবে কাজ করে যাব। আমার প্রধান লক্ষ্য হবে একটি নিরাপদ, স্বচ্ছ ও সহযোগিতাপূর্ণ আবাসিক পরিবেশ নিশ্চিত করা। যাতে সবাই স্বাচ্ছন্দ্যে ও আনন্দের সঙ্গে শিক্ষাজীবন এগিয়ে নিতে পারে।

 

 

একুশে সংবাদ/ইবি.প্র/এ.জে

Shwapno

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!