জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৬ষ্ঠ সমাবর্তনের রেজিস্ট্রেশনের সময়সীমা শেষ হচ্ছে আগামীকাল ১৩ ফেব্রুয়ারি। এদিন রাত ১২ টা পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।
এর আগে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া ২৭ জানুয়ারি থেকে শুরু হয়ে ১০ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত ছিল। কিন্তু সমাবর্তনপ্রত্যাশীরা রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হওয়ায় ৯ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. নূরুল আলম রেজিস্ট্রেশনের সময়সীমা ৩দিন বৃদ্ধির ঘোষণা দেন।
তিনি বলেন, সমাবর্তন আয়োজনের ব্যাপারে আমরা সবসময় আন্তরিক ছিলাম। আগামী ২৫ ফেব্রুয়ারি ষষ্ঠ সমাবর্তন আয়োজনের সার্বিক প্রস্তুতিতেও আমরা অনেকটাই এগিয়ে আছি। শিক্ষার্থীদের বিষয়টি বিবেচনা করে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করা হয়। আশাকরি সমাবর্তনপ্রত্যাশীরা এর মধ্যেই রেজিস্ট্রেশন সম্পন্ন করবে।
এদিকে সমাবর্তনে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন সম্পর্কিত ওয়েবসাইট convocation.juniv.edu – এ অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।
সমাবর্তনে প্রতি ডিগ্রির জন্য পৃথকভাবে আবেদন ও রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি পৃথকভাবে ২ হাজার ৫০০ টাকা, স্নাতক ও স্নাতকোত্তর (উভয় ডিগ্রি একত্রে) ৪ হাজার টাকা, এম. ফিল. ডিগ্রি ৬ হাজার টাকা, পিএইচ. ডি ডিগ্রি ৭ হাজার টাকা, ও উইকেন্ড/ইভেনিং কোর্সের জন্য ৮ হাজার টাকা রেজিষ্ট্রেশন ফি জমা দিতে হবে।
উল্লেখ্য, আগামী ২৫ ফেব্রুয়ারি জাবির ষষ্ঠ সমাবর্তন অনুষ্ঠিত হবে। এর আগে প্রতিষ্ঠার দীর্ঘ ২৬ বছরে ১৯৯৭ সালে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়। এরপর ২০০১ সালে দ্বিতীয়, ২০০৬ সালে তৃতীয়, ২০১০ সালে চতুর্থ এবং ২০১৫ সালে অনুষ্ঠিত হয় সর্বশেষ সমাবর্তন। সর্বশেষ পঞ্চম সমাবর্তনে অংশ নেওয়া ৯ হাজার গ্র্যাজুয়েট, এমফিল ও পিএইচডি ডিগ্রিধারী মূল সনদপত্র হাতে পান।
একুশে সংবাদ.কম/আ.হ.প্র/জাহাঙ্গীর
আপনার মতামত লিখুন :