AB Bank
ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ইবি : ‘বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনার সুযোগ নেই’


ইবি : ‘বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনার সুযোগ নেই’

ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে সমালোচনা করার কোনো সুযোগ নেই। সরকার, সরকার ব্যবস্থাপনা নিয়ে আপনারা ভিন্ন মত পোষণ করতে পারেন। কিন্তু বঙ্গবন্ধুর যে নিজের পরিচয় ছিল, আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান এই অনুভূতি নিয়েই আমাদের নতুন প্রজন্ম আলোকিত হোক। সেই আলোর মশাল নিয়ে আরো সামনের দিকে এগিয়ে যাক, এটাই প্রত্যাশা।’

জাতীয় শোক দিবস উপলক্ষে ইবির খালেদা জিয়া হলে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রোববার (১৪ আগস্ট) বিকাল ৪ টায় হলের টিভি কক্ষে এটি অনুষ্ঠিত হয়। 

এসময় তিনি আরো বলেন, ‘আজকের যে বাংলাদেশটা আমরা দেখতে পাচ্ছি এটা একটা স্বপ্নের বাংলাদেশ। আমাদের দেশের উন্নয়নগুলো আমরা এখন চোখে দেখতে পাচ্ছি। বাংলাদেশ অর্থনৈতিকভাবে খুব বেশি শক্তিশালী না হলেও আমরা মেগা প্রকল্পগুলো হাতে নিয়েছি। এখানে যদি অন্য রাজনৈতিক মতাদর্শের কেউ থেকেও থাকেন তাদের প্রতি আমার অনুরোধ, আমরা নতুন প্রজন্ম, আমরা শিক্ষার্থী, আমরা ইতিহাসটা সঠিকভাবে জানি।’

‘যে প্রজন্ম তাদের সঠিক ইতিহাস জানে না, জানতে চাই না, জানতে পারে না এর থেকে অভাগা এবং বিভ্রান্ত জাতি আর হতে পারে না। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারা আসলে বঙ্গবন্ধুকে হত্যা করেনি হত্যা করেছে বাংলাদেশকে। কারণ বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।’

অনুষ্ঠানে প্রভোস্ট কাউন্সিলের সভাপতি ও খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. ইয়াসমিন আরা সাথীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর ড. মাহবুবুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের  প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন, পরিবহন প্রশাসক প্রফেসর ড. আনোয়ার হোসেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. মিয়া মোঃ রাসিদুজ্জামান, শেখ রাসেল হলের প্রভোস্ট প্রফেসর ড. দেবাশীষ শর্মা ও সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. আসাদুজ্জামান প্রমুখ।

আলোচনা সভা শেষে ১৫ আগস্টে নিহত ও ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত সকলের রূহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানের শেষে শোক দিবস উপলক্ষে রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।

 

 

 

একুশে সংবাদ/আ.হো/এস.আই
 

Link copied!