যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ডিবেট ক্লাবের ৬ষ্ঠ ফ্রেশার্স লিগ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার ও সোমবার (২৬ জুন ও ১ জুলাই) দুই দিনব্যাপী আয়োজিত এই বিতর্ক প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী বিতার্কিকরা অংশগ্রহণ করে। এশিয়ান পার্লামেন্টারি ফরম্যাটে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় মোট ৩টি রাউন্ডে ট্যাব পাওয়ার ম্যাচিংয়ের মাধ্যমে বিতর্ক অনুষ্ঠিত হয়।
প্রথম দিনে ৩টি রাউন্ড অনুষ্ঠিত হওয়ার পর বিকেল ৪:৩০টায় সেমিফাইনাল বিতর্ক এবং দ্বিতীয় দিন বিকেল ৫টায় ফাইনাল বিতর্ক ও ৪র্থ কার্যনির্বাহী পরিষদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় ডিবেট ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন করা হয়।
প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বিজয়ী দলকে পুরস্কৃত করা হয় এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে সনদপত্র প্রদান করা হয়।
ফাইনাল বিতর্কে ‘এই সংসদ মনে করে, বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা পূর্ণ সংস্কার সম্ভব না হলে বিপ্লবের চেতনা ব্যর্থ হবে’—এই বিষয়ে সরকারি দল টিম ম্যাজিক মাইন্ডস (Magic Minds)-কে হারিয়ে বিরোধী দল দ্য স্পেল ক্যাস্টারস (The Spellcasters) চ্যাম্পিয়ন হয়। বিতর্কে টুর্নামেন্ট সেরা ও ফাইনাল সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে ফিশারিজ ও মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষার্থী লাবনী ইসলাম।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. হোসেন আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবির ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. রাফিউল হাসান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. মো.নওসিন আমিন শেখ, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সাব্বির হোসাইন, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আসিফ আবদুল্লাহ। ক্লাবের সভাপতি মোতালেব হোসাইন, সম্পাদক সাব্বির হোসাইন এবং সাবেক সভাপতি শাহরিয়ার কবির, আইমান ফাইয়াজ, সাধারণ সম্পাদক নাঈম জামান, নাওশিন জাহান জেরিনসহ ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যরাও উপস্থিত ছিলেন।
ফ্রেশার্স লিগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীরা যুক্তিতর্ক ও বিশ্লেষণধর্মী চিন্তাধারার বিতর্ক চর্চার সুযোগ পায়, যা তাদের একাডেমিক ও ব্যক্তিগত দক্ষতায় নতুন মাত্রা যোগ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
একুশে সংবাদ/এ.জে